SSC Scam: NYSA-ডেটা শিটে বদলে যেত নম্বর! OMR কারচুপিতে SSC কর্মী পর্ণা বসুর ভূমিকায় নজর

Bangla Digital Desk | News18 Bangla | 12:42:45 PM IST Mar 27, 2023

কলকাতা: OMR কারচুপিতে SSC কর্মী পর্ণা বসুর ভূমিকায় নজর CBI-এর। নিয়োগ দুর্নীতির সাপ্লিমেন্টারি চার্জশিটে পর্ণার নাম। OMR মূল্যায়নের পর তা পাঠানো হয় SSC অফিসে। নম্বর কারচুপিতে SSC কর্মী পর্ণা বসুর সাহায্য দাবি সিবিআই-এর । কারচুপির পর এসএসসি অফিস থেকে ফের NYSA-য় OMR শিট। NYSA-য় আসল ডেটা শিটেও বদলে যেত নম্বর দাবি CBI-এর। সুবীরেশ-নীলাদ্রি আতাঁতেই বহু কোটির চাকরি কেনাবেচা।

লেটেস্ট ভিডিও