Jalpaiguri News: সান্তাক্লজের বেশে 'সেফ ড্রাইভ সেভ লাইফ' প্রচার পুলিশকর্মীর

Bangla Digital Desk | News18 Bangla | 03:42:25 PM IST Dec 23, 2021

ভাস্কর চক্রবর্তী, জলপাইগুড়ি: এইবার জলপাইগুড়ি জেলা পুলিশের অভিনব উদ্যোগে শহরজুড়ে চলে যানবাহনের আরোহীদের সচেতনামূলক অনুষ্ঠান 'সেফ ড্রাইভ সেভ লাইফ'। আর তাতেই দেখা মিলল সান্তাক্লজের ।আর মাত্র দু'দিন বাদেই বড়দিন উৎসব পালিত হবে জেলাজুড়ে। তার আগেই শহরের রাস্তায় দেখা মিলল সান্তাক্লজের, যা স্বাভাবিকভাবেই সাধারণ মানুষের দৃষ্টি আকর্ষণ করে। জানা গিয়েছে, জলপাইগুড়ি পুলিশ লাইনের এক পুলিশকর্মী সান্তাক্লজ সেজে পথচলতি সাধারণ মানুষ থেকে যানবাহন আরোহী, সকলের প্রতি বড়দিনের শুভেচ্ছা জানিয়ে "সেফ ড্রাইভ সেভ লাইফ"এর অভিনব প্রচার চালান। তাতে ব্যাপক মানুষের সারা মেলে।

লেটেস্ট ভিডিও