কাবুল থেকে যাত্রীরাই চুরি করল ইউক্রেনের বিমান! কী ঘটেছিল সেদিন!

Bangla Editor | News18 Bangla | 12:52:55 AM IST Aug 25, 2021

কাবুলে বিমান চুরি। যাত্রীরাই 'চুরি' করল Ukraine-এর একটি বিমান! Pilot-কে আগ্নেয়াস্ত্র দেখিয়ে বিমান চুরি। জোর করে ইরানে নিয়ে যাওয়া হয়েছিল সেই বিমান। আফগানিস্তানে থেকে ইউক্রেনের নাগরিকদের উদ্ধার করতে গিয়েছিল সেই বিমান। ইউক্রেনের উপ-বিদেশ মন্ত্রী ইয়েভজেনি ইয়েনিন জানিয়েছিলেন, গত রবিবার কয়েকজন অজ্ঞাতপরিচয় সেই বিমানটি হাইজ্যাক করে। তিনিই দাবি করেছিলেন, বিমানটিকে সেই অজ্ঞাতপরিচয় ব্যক্তিরা ইরানে নিয়ে গিয়েছিলেন। তবে এখন তদন্তের পর উঠে আসছে অন্য তথ্য।

লেটেস্ট ভিডিও