Zareen Khan: শিয়ালদহ আদালতে হাজিরা জারিন খানের। টাকা নিয়েও অনুষ্ঠান না করার অভিযোগ। ২০১৮ সালে নারকেলডাঙা থানায় মামলা। ১১ ডিসেম্বর শিয়ালদহ আদালতে শর্তসাপেক্ষে জামিন। আজ শিয়ালদা আদালতে হাজিরা বলি অভিনেতার।