বলিউডের ড্রিম গার্ল হেমা মালিনী এখনও সমান সুন্দরী। এতদিন পরও তাঁর ছবি এবং গানের জাদু অক্ষুণ্ণ রয়েছে। ১৯৭৪ সালের "প্রতিজ্ঞা" চলচ্চিত্রের সুপারহিট গান 'জাট যমলা পাগলা দিওয়ানা, রাব্বা ইত্তি সি বাত না জানা কি ও মেনু পেয়ার কার দি হ্যায় আজও ভক্তদের কাছে অসাধারণ জনপ্রিয়। হেমা মালিনীর মনোমুগ্ধকর স্টাইল এবং ধর্মেন্দ্রের দেশি স্টাইল সেই যুগের দর্শকদের মুগ্ধ করেছিল। মহেন্দ্র কাপুর তাঁর উদার কণ্ঠে গানটি গেয়েছিলেন এবং সঙ্গীত পরিচালনা করেছিলেন লক্ষ্মীকান্ত-পেয়ারেলাল। এই গানটিকে আরও আকর্ষণীয় করে তোলে ধর্মেন্দ্র এবং হেমা মালিনীর অন-স্ক্রিন রসায়ন। যখন ধর্মেন্দ্র ট্র্যাক্টর চালাতে চালাতে এবং মাঠে নাচতে নাচতে হেমাকে উত্যক্ত করেন, তখন হেমার ছেলেমানুষি হাসি হৃদয় জয় করে। এই যুগে ধর্মেন্দ্র-হেমা মালিনী জুটি পর্দায় ঘরে ঘরে পরিচিত হয়ে ওঠে। "সীতা অউর গীতা", "শোলে" এবং "প্রতিজ্ঞা" এর মতো ছবিতে এই জুটি প্রচুর ভালবাসা পেয়েছিল। বলা হয় যে এই ছবিগুলির শুটিং চলাকালীনই দু’জনের মধ্যে ঘনিষ্ঠতা তৈরি হয় এবং তাঁদের সম্পর্ক বিয়েতে পরিণতি পায়৷
Last Updated: November 10, 2025, 18:56 IST