আরজি করের মর্মান্তিক ঘটনার জেরে কলকাতায় শো পিছিয়ে দিলেন শ্রেয়া ঘোষাল৷ আগামী ১৪ তারিখ, নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে সন্ধে ছ’টায় সঙ্গীত শিল্পী শ্রেয়া ঘোষালের লাইভ শো ছিল। কিন্তু আরজি করের এই মর্মান্তিক ঘটনা শ্রেয়া ঘোষালকে ভীষণভাবে নাড়া দিয়েছে। তিনি মনে করেন এটা জাস্টিস চাওয়ার সময়, আনন্দ অনুষ্ঠানের নয়। তবে জানানো হয়েছে আগামী অক্টোবর মাসে নেতাজি ইন্ডোরে এই শো অনুষ্ঠিত হবে। তারিখ একমাস আগে জানিয়ে দেওয়া হবে।
Last Updated: Aug 31, 2024, 16:24 IST


