মেয়ে রাহাকে কোলে নিয়ে রণবীর পাপারাৎজিদের সামনে এসে ক্যামেরায় পোজ দিলেন। পাশেই দাঁড়িয়ে মা আলিয়া। কাপুর পরিবারে বড়দিনে বরাবরই বিরাট করে লাঞ্চের আয়োজন করা হয়। গোটা পরিবার এদিন একত্র হন এই অনুষ্ঠানে।