corona virus btn
corona virus btn
Loading

করণ জোহরের পার্টির ভাইরাল ভিডিও-এর পিছনে সত্যিটা অবশেষে এল সামনে, পরীক্ষা করে জানাল Forensic দল

Bangla Editor | News18 Bangla | 07:44:58 PM IST Sep 27, 2020

ড্রাগস মামলা নিয়ে তোলপাড় বলিউড৷ এই প্রসঙ্গে বারবার উঠে এসেছে ২০১৯-শে করণ জোহরের বাড়িতে স্যাটার্ডে নাইট পার্টি প্রসঙ্গ৷ সেখানে বহু বলিউড তারকাকে রীতিমতো নেশায় ডুবে থাকা ঢুলু ঢুলু চোখে দেখা যায়৷ পরিচালক Karan Johar-এর পার্টির ভিডিওটি আসল, পরীক্ষা করে জানাল Forensic দল গত বছর ২৮ জুলাই রাতে করণের বাড়িতে উপস্থিত ছিল দীপিকা, রণবীর কাপুর, আলিয়া, বরুণ ধাওয়ান ও তাঁর বান্ধবী, ভিকি কৌশল, অর্জুন কাপুর, মালাইকা আরোরা, শাহিদ কাপুর, মিরা রাজপুত, অয়ন মুখোপাধ্যায়, জোয়া আখতর, শকুন বাত্রা৷ রাতের সেই পার্টিতে করণ নিজের মোবাইলে ভিডিওটি শ্যুট করেন৷ ক্যামেরা দেখে কেউ নিজের হাতে থাকা গ্লাস পিছনে লুকিয়ে দেন, কেউ আবার লাল লাল ঢুলু ঢুলু চোখে তাকিয়ে থাকেন! দেখেই মনে হতে থাকে যে তাঁরা সকলে নেশায় আচ্ছন্ন! সেই ভিডিওটি সেই সময় খুব ভাইরাল হয়েছিল এবং প্রশ্ন তুলেছিল বলিউডে ড্রাগ সেবন নিয়ে৷

লেটেস্ট ভিডিও