Video| স্ত্রী সন্তানকে নিয়ে গির অরণ্যে আমির! প্রাণ খুলে নিজেই গাইলেন গান, শুনুন

Bangla Editor | News18 Bangla | 12:19:07 PM IST Dec 28, 2020

অভিনেতা আমির খান তাঁর পরিবার নিয়ে গির অরণ্যে এসেছেন। রবিবার সাসানের কাছে ১২টি সিংহের দেখা মিলল তাঁদের । আমির জানান যে, গির অরণ্য সম্পর্কে তিনি যা শুনেছেন, তার থেকেও বেশি আকর্ষণীয় এই জায়গাটি৷ খুব স্বাভাবিকভাবে তিনি মুগ্ধ ও ভীষণ খুশি গিরে এসে, এমনই প্রতিক্রিয়া অভিনেতার৷ আমির খান স্ত্রী কিরণ রাও, পুত্র-কন্যা এবং বন্ধুদের নিয়ে এসেছিলেন সেখানে। প্রায় ৫০ জন চার্টার বিমানে চড়ে মোটরওয়ে দিয়ে সাসানের কাছে একটি রিসোর্টে পৌঁছেছিলেন। রবিবার সকালে জঙ্গল সাফারি জিপসিতে অভিনেতা আমির খান ও তাঁর পরিবার ঘুরতে বেড়িয়েছিলেন। পথে প্রায় ১৫গুলি সিংহ দেখে তাঁরা সকলে অভিভূত

লেটেস্ট ভিডিও