আশপাশের লোকজন মোবাইলে ভিডিও করতে শুরু করলে বাধা দেন কাঞ্চনা। কিন্তু চারপাশে কোনও ক্যামেরা বা ইউনিট ছিল না যে মনে হবে ছবির শ্যুটিং। পরবর্তীতে কাঞ্চনাও এই বিষয়ে মুখে কুলুপ এঁটেছেন। তবে খোঁজ নিয়ে জানা গেল এটা একটা প্রচার কৌশল। খুব শীঘ্রই আসছে কাঞ্চনার নতুন একটি ছবি যেখানে স্বপ্না মণ্ডলের চরিত্রে তিনি অভিনয় করছেন। সেটারই পাবলিসিটি স্টান্ড।
Last Updated: August 19, 2025, 14:58 IST