মাধুরী দীক্ষিত এবং জিতেন্দ্রর জুটি বলিউডের সবচেয়ে অনন্য জুটিদের মধ্যে একটি। যদিও তাঁরা মাত্র কয়েকটি ছবিতে একসঙ্গে কাজ করেছেন, তাঁরা বেশ কয়েকটি সুপারহিট গানও উপহার দিয়েছেন দর্শকদের। "আঁসু বানে অঙ্গারে" ছবিতে তাঁরা একসঙ্গে কাজ করেছিলেন। "তুঝে দেখ কে খান খান" গানটিতে মাধুরী দীক্ষিতকে স্বল্প পোশাক পরে মঞ্চে নাচতে দেখা যায়। তাঁকে দেখে জিতেন্দ্রের মন গলে জল! স্পষ্টভাবে ফুটে ওঠে ভালবাসার ছবি। এই গানটি আজও সুপারহিট।
Last Updated: Dec 08, 2025, 20:44 IST


