Lok Sabha Elections 2024: হেঁটে চলে বেড়াচ্ছেন বৃদ্ধা! অথচ ভোটার লিস্টে তিনিই মৃত। ভোটারের নামের তালিকায় বাসন্তী দাস এর উপর লেখা ডিলিট। শুনতে অবাক লাগলেও ভোট দিতে গিয়ে এমনই ভয়ঙ্কর অভিজ্ঞতার শিকার ধূপগুড়ির বৃদ্ধা ভোটারের। নাম বাসন্তী দাস। ধূপগুড়ি পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।
Last Updated: April 19, 2024, 18:05 IST