Lok Sabha Election 2024 : রাত পোহালেই সপ্তম দফার লোকসভা নির্বাচন। শেষ দফার ভোটে আরও সতর্ক কমিশন। ৬ দফার ভোট মোটের উপর শান্তিপূর্ণ। নির্বিঘ্নে সপ্তম দফার ভোট চায় কমিশন। ৯ কেন্দ্রের ভোটে ১০ হাজার কেন্দ্রীয় বাহিনী। আজ থেকেই পথে কুইক রেসপন্স টিম। ৯ কেন্দ্রের ভোটে ৩৩ হাজার ২৯২ রাজ্য পুলিশ। এদিকে ভোটের আগে হঠাৎ তীব্র চাঞ্চল্য খড়দহতে। কী ঘটেছে দেখতে ছুটে আসছেন আশেপাশের মানুষ। আর দেখেই আঁতকে উঠছেন। এমন কাণ্ড দেখে ভয়ে আতঙ্কে এলাকাবাসী। ভোটে কী তবে বড় অশান্তির ইঙ্গিত? দেখুন ঠিক কী হয়েছেন খড়দহের বিজেপি নেতার বাড়ির বাইরে। শেষ দফার ভোটের আগেই প্রস্তুতি তুঙ্গে রাজ্যে। গোটা দেশের পাশাপাশি রাজ্যেও শনিবার হাই ভোল্টেজ সপ্তমী। আর ভোটের এই অন্তিম দিন ভোটপর্ব নির্বিঘ্নে সাঙ্গ করতে মরিয়া প্রশাসন। রাজনৈতিক দলের নেতা নেত্রীদের মধ্যেও ভোট নিয়ে উত্তাপ তুঙ্গে।
Last Updated: May 31, 2024, 18:10 IST