SSC: গ্রুপ সি-গ্রুপ ডি আবেদনের সময়সীমা বাড়ল। ফের গ্রুপ সি-গ্রুপ ডি নিয়োগের আবেদনের সময়সীমা বাড়াল SSC। ১২ ডিসেম্বর বিকেল ৫টা পর্যন্ত আবেদন করা যাবে। আজই ছিল গ্রুপ C-D নিয়োগের আবেদনের শেষদিন। এখনও পর্যন্ত গ্রুপ সি-গ্রুপ ডি মিলিয়ে ১৪ লক্ষ আবেদন জমা।
Last Updated: December 08, 2025, 22:26 IST