Primary Schools Reopen: প্রায় ২ বছরের মাথায় রাজ্যে খুলেছে ছোটদের স্কুল! কেমন ছিল সেই ছবি?

Bangla Digital Desk | News18 Bangla | 09:53:15 AM IST Feb 16, 2022

#সিঙ্গুর: আজ থেকে রাজ্যে খুলছে ছোটদের স্কুল। কলকাতা-সহ জেলায় জেলায় চালু হয়ে গেল প্রাথমিক অর্থাৎ প্রথম শ্রেণী থেকে সপ্তম শ্রেণীর ক্লাস। প্রায় দুবছর পর ক্লাসে খুদেরাও। আগেই সরস্বতী পুজোর মুখে খুলে দেওয়া হয়েছিল নবম থেকে দ্বাদশ শ্রেণীর ক্লাস। চালু হয়ে গিয়েছিল কলেজ-বিশ্ববিদ্যালয়গুলিও। এবার খুলে গেল ছোটদের ক্লাস। যদিও একদম ছোটদের অফলাইন ক্লাস চালু হয়নি এখনও। দেখুন সিঙ্গুর-এর একটি স্কুলের ছবি।

লেটেস্ট ভিডিও