Joint Entrance Exam: জয়েন্ট এন্ট্রান্সে বাড়তি নিরাপত্তা, প্রত্যেক সেন্টারে হ্যান্ড মেটাল ডিটেক্টর! দেখুন

Bangla Digital Desk | News18 Bangla | 01:23:04 PM IST Apr 30, 2023

আজ জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা। ইঞ্জিনিয়ারিংয়ের রাজ্য জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা । প্রত্যেক সেন্টারে হ্যান্ড মেটাল ডিটেক্টর। কোনও ইলেকট্রনিক্স গেজেট নিয়ে প্রবেশ নিষেধ সেন্টারে। মোট পরীক্ষার্থীর সংখ্যা ১ লক্ষ ২৪ হাজার ৯১৯ জন। ৩০০ টির ও বেশি কেন্দ্রে হবে এই পরীক্ষা। omr শিট নিয়ে বিশেষ নজর বোর্ড এর।omr শিট এ বিশেষ প্রযুক্তি এর ব্যবহার করছে বোর্ড।

লেটেস্ট ভিডিও