Corona In Class Eleven Syllabus: চলতি শিক্ষাবর্ষ থেকেই একাদশ শ্রেণীর পাঠক্রমে থাকবে করোনা

Bangla Digital Desk | News18 Bangla | 12:59:09 AM IST Sep 12, 2021

চলতি শিক্ষাবর্ষ থেকেই সরকারি স্কুলের একাদশ শ্রেণীর পাঠক্রমে থাকছে করোনাভাইরাস। শারীরশিক্ষা ও স্বাস্থ্যবিধির বইয়ে করোনার উল্লেখ থাকবে বলে জানা যাচ্ছে। গত এক বছর ধরে গোটা বিশ্বকে নাড়িয়ে দিয়েছে এই মারণ ভাইরাস। চিন থেকে উত্পত্ত হলেও এই ভাইরাস ছড়িয়ে পড়েছে গোটা বিশ্বে। লকডাউন, করোনার একের পর এক ঢেউয়ে নাজেহাল সাধারণ মানুষ। গোটা পৃথিবীর মানুষের জীবন যাপনেও ব্যাপক রদবদল করে দিয়েছে এই ভাইরাস।

লেটেস্ট ভিডিও