বহু কৃষক এই মরসুমের শুরু থেকেই কচু চাষ শুরু করে থাকেন। তবে এই কচু চাষের মধ্যে সবচেয়ে লাভজনক হল এই বিশেষ কচু। মূলত কর্দমাক্ত মাটিতেই এই কচু চাষ করা বেশি ভাল। আবার অনেকে চাইলে এই কচু শুকনো মাটিতেও চাষ করতে পারেন।