উৎসবের মরশুমের আগেই বড় সিদ্ধান্ত GST কাউন্সিলের, কী জানালেন অর্থমন্ত্রী?

Last Updated : ব্যবসা-বাণিজ্য
১৫ অগস্ট লালকেল্লা থেকেই GST হারে বড়সড় রদবদলের ইঙ্গিত দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বলেছিলেন, দীপাবলির আগেই বড় উপহার পাবেন দেশবাসী। এর পরে বুধবার নতুন GST হার ঘোষণা করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী Nirmala Sitharaman । উৎসবের মরশুমের আগেই বড় সিদ্ধান্ত জিএসটি কাউন্সিলের। এখন থেকে আর থাকছে না ১২% ও ২৮%-এর স্ল্যাব। শুধুমাত্র ৫ ও ১৮ শতাংশের স্ল্যাব থাকবে। লটারি, তামাকজাত ও বিলাসবহুল দ্রব্য়ে ৪০ শতাংশ GST বসছে। সাংবাদিক বৈঠকে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন জানিয়েছেন, সাধারণ মানুষের কথা ভেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। স্বাস্থ্যক্ষেত্রে বড়সড় সুবিধা মিলবে বলে আশ্বাস কেন্দ্রীয় অর্থমন্ত্রীর। তেল, শ্যাম্পু, সাবান, রান্নার জিনিস, টুথব্রাশ, টুথপেস্ট থেকে শুরু করে যাবতীয় নিত্যপ্রয়োজনীয় জিনিসের উপর জিএসটি কমে ৫%। যা যা ১২ ও ১৮ শতাংশের স্ল্যাবে ছিল, সব নেমে এল ৫ শতাংশে।
advertisement
আরও দেখুন
বাংলা খবর/ভিডিও/ব্যবসা-বাণিজ্য/
উৎসবের মরশুমের আগেই বড় সিদ্ধান্ত GST কাউন্সিলের, কী জানালেন অর্থমন্ত্রী?
advertisement
advertisement