New Business Idea: ছিল গাড়ি, করে দিলেন দোকান! নিজের বুদ্ধিতে শুরু করলেন এই ব্যবসা

Author :
Last Updated : ব্যবসা-বাণিজ্য
ছিল গাড়ি, করে দিলেন দোকান! নিজের বুদ্ধিতে শুরু করলেন এই ব্যবসা | পূর্ব বর্ধমান: পূর্ব বর্ধমান জেলার এই ব্যক্তির কর্মকাণ্ড দেখলে রীতিমত অবাক হতে হবে। নিজের বুদ্ধি কাজে লাগিয়ে তিনি যা কাজ করেছেন তা সচরাচর সেভাবে চোখে পড়বে না। নিজের আস্ত চারচাকা গাড়িকে তিনি রূপান্তরিত করেছেন একটি খাবারের দোকানে। পূর্ব বর্ধমান জেলার দাঁইহাট-মালডাঙ্গা রাস্তার উপর দিয়ে গেলেই, কামাল এবং জামড়ার মধ্যবর্তী স্থানে চোখে পড়বে এই দোকান। রাস্তার ধারে একটি বট গাছের নিচে রয়েছে দোকানটি। তবে দুর থেকে দেখলে মনে হবে যেন কোনও চারচাকা গাড়ি দাঁড়িয়ে রয়েছে। দোকানের যিনি কর্ণধার তাঁর নাম নব দাস, বাড়ি জামড়া গ্রামে। যে চারচাকা গাড়িটিকে তিনি দোকানে রূপান্তর করেছেন সেই গাড়িটি তাঁর একদম নিজের। এই গাড়িতে চেপেই বহু জায়গায় গিয়েছেন তিনি। গাড়িতে বসিয়ে বিভিন্ন জায়গায় নিয়ে গিয়েছেন বহু জনকে।
advertisement
আরও দেখুন
বাংলা খবর/ভিডিও/ব্যবসা-বাণিজ্য/
New Business Idea: ছিল গাড়ি, করে দিলেন দোকান! নিজের বুদ্ধিতে শুরু করলেন এই ব্যবসা
advertisement
advertisement