Birbhum News- রাত পোহালেই মকর সংক্রান্তির পুণ্যস্নান, কি কি ব্যবস্থা থাকছে জয়দেব মেলায়?

Bangla Digital Desk | News18 Bangla | 03:09:31 PM IST Jan 13, 2022

#বীরভূম : রাত পোহালেই বীরভূমের অন্যতম ঐতিহ্যবাহী জয়দেব কেন্দুলি মকর সংক্রান্তির স্নান। করোনাকালে এই বছর, প্রথম দিকে মেলা করার সিদ্ধান্ত থেকে প্রশাসন দূরে থাকলেও, পরবর্তীকালে সিদ্ধান্ত নেওয়া হয় ছোট করে মেলা করা হবে। এই সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে ইতিমধ্যেই পুলিশি ক্যাম্প থেকে শুরু করে সমস্ত রকম ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পূণ্যার্থীদের যাতে কোনো রকম অসুবিধা না হয় তার জন্য তৈরি করা হয়েছে স্নানের ঘাট, তৈরি করা হয়েছে ৩০০টির বেশী শৌচাগার এবং মহিলাদের পোশাক পরিবর্তনের জন্য আলাদা করে বিভিন্ন ব্যবস্থা। পাশাপাশি সমস্ত রকম সচেতনতা বার্তা চলবে মেলা প্রাঙ্গণে।

লেটেস্ট ভিডিও