Puri Live: রথযাত্রা দেখুন পুরী থেকে সরাসরি, সাজো সাজো রব জগন্নাথধামে

Author :
Last Updated : জ্যোতিষকাহন
রবিবার রথযাত্রা। আষাঢ় মাসের শুক্লাপক্ষের দ্বিতীয়া তিথিতে পালিত হয় জগন্নাথ বলরাম ও সুভদ্রার রথযাত্রা পার্বণ।আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয় দিনে পুরীর বিশ্ব বিখ্যাত রথযাত্রা শুরু হয়। রথযাত্রার জন্য, বলরাম, শ্রী কৃষ্ণ এবং দেবী সুভদ্রার জন্য নিম কাঠ থেকে তিনটি ভিন্ন রথ প্রস্তুত করা হয়। রথযাত্রায় বলরামের রথ সামনের দিকে, দেবী সুভদ্রা মাঝখানে এবং জগন্নাথ শ্রী কৃষ্ণের রথ পিছনে থাকে। বলরাম এর রথকে বলা হয় তালধ্বজ যার রং লাল এবং সবুজ, দেবী সুভদ্রার রথকে দর্পদলান বা পদ্মরথ বলা হয় যা কালো বা নীল রঙের। যেখানে জগন্নাথ দেবের রথকে বলা হয় নন্দীঘোষ বা গরুধ্বজ যা লাল ও হলুদ রঙের।
advertisement
আরও দেখুন
বাংলা খবর/ভিডিও/জ্যোতিষকাহন/
Puri Live: রথযাত্রা দেখুন পুরী থেকে সরাসরি, সাজো সাজো রব জগন্নাথধামে
advertisement
advertisement