ঝরিয়ে ফেললেন ৩০০ কেজি মেদ, পৃথিবীর সবচেয়ে মোটা মানুষের আজকের চেহারা দেখুন
Last Updated:
advertisement
২০১৭ সালে তাঁর ওজন ছিল ৫৯৫ কেজি কিন্তু এখন প্রায় ৩০০ কেজি কমিয়ে তাঁর ওজন হয়েছে ৩০৪ কেজি ৷ এরজন্য একের পর এক অস্ত্রোপচার করতে হয়েছে তাঁকে ৷ আর এই ৩০০ কেজি হারানোর ফলে পৃথিবীর সবচেয়ে মোটা মানুষের তকমাও হারিয়েছেন তিনি ৷ নিজের ওজন কমানোর জন্য ২ বছর আগে পৈতৃক বাড়ি ছে়ড়েছিলেন তিনি ৷ Photo -File
advertisement
হুয়ান জানিয়েছেন মাত্র ৬ বছর বয়সেই ৬০ কেজি ওজন হয়েছিল তাঁর, আসলে বিরল এক রোগে আক্রান্ত তিনি ৷ ১৭ বছর বয়সে এক দুর্ঘটনার পর এই ওজন বাড়ার হার আরও মারাত্মকভাবে বেড়ে যায় ৷ কিন্তু আর্থিক অনটনের জন্য কোনওভাবে চিকিৎসা বিজ্ঞানের সাহায্য তিনি নিতে পারছিলেন না ৷ কিন্তু গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডের সুবাদে একটি চিকিৎসা সংস্থা তাঁর সাহায্যার্থে এগিয়ে আসে ৷ Photo -File
advertisement