Durga Puja 2022|| রাজবাড়িতে থেকে ৬০০ বছরের পুজো দেখুন, নাড়াজোল রাজবাড়ির ইতিহাসের সাক্ষী হোন
- Published by:Shubhagata Dey
Last Updated:
Narajol Rajbari in Daspur Durga Puja 2022: এ বছর দুর্গা পুজোয় পর্যটকদের জন্য রাজবাড়িতে থেকে পুজো দেখার সুযোগ থাকছে, তার জন্য রাজবাড়ির ভিতর চালু করা হবে ৫ টি রুম বিশিষ্ট হোম-স্টের ব্যবস্থা।
*মায়ের পুজোতে মায়েরাই ব্রাত্য। এমনটাই চলে আসছে ৬০০ বছরেরও বেশি সময় ধরে। পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুরের নাড়াজোল রাজবাড়ির দুর্গাপুজো এবছর রাজবাড়ির পুজো ৬০৯ বছরে পদার্পন করবে। এটাই রাজবাড়ির প্রথা, আর সেই প্রথা আজও অক্ষরে অক্ষরে মেনে চলেছেন রাজ পরিবারের মহিলারা। প্রতিবেদন ও ছবিঃ পার্থ মুখোপাধ্যায়।
advertisement
*রাজ পরিবার সূত্রে জানা গিয়েছে, বর্ধমান রাজার নায়েব ছিলেন উদয়নারায়ন ঘোষ। তিনি রাজার অনুমতি নিয়ে মেদিনীপুর জেলায় শিকার করতে এসেছিলেন। দাসপুরের নাড়াজোল জঙ্গলে শিকার করে ফেরার পথে হঠাৎই দেখেন একটি বক তাড়া করছে বাজপাখিকে। এই দৃশ্য দেখে চমকে গিয়েছিলেন নায়েব মশাই। বাড়ি ফিরে সেই রাতেই তিনি স্বপ্ন দেখেন ওই জঙ্গলেই রয়েছেন মা দুর্গার অষ্টধাতুর মূর্তি।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
*এ বছর দুর্গা পুজোয় পর্যটকদের জন্য রাজবাড়িতে থেকে পুজো দেখার সুযোগ থাকছে, তার জন্য রাজবাড়ির ভিতর চালু করা হবে ৫ টি রুম বিশিষ্ট হোম-স্টের ব্যবস্থা। পর্যটকরা পুজোর ক-দিন রাজবাড়িতে রাত্রিযাপন করে রাজকীয় খাবার দাবার-সহ পুজো দেখা ও রাজবাড়ির ইতিহাস ঘুরে দেখতে পারবেন এমনটাই জানান রাজবাড়ির বর্তমান সদস্যরা।
advertisement
*দাসপুর ছাড়াও দুরদুরান্তের বহু মানুষ পুজোয় ভিড় জমান নাড়াজোল রাজবাড়ীর দুর্গা পুজোয়। মেদিনীপুরের স্বাধীনতা সংগ্রামের ইতিহাস জড়িয়ে আছে নাড়াজোল রাজবাড়িতে। সেই ইতিহাসই আজ ধ্বংসের পথে। বর্তমানে হেরিটেজ স্বীকৃতি পাওয়ার পর শুরু হয় সংস্কারের কাজ। মাঝপথেই বন্ধ হয়ে পড়ে রয়েছে রাজবাড়ী সংস্কারের কাজ। নাড়াজোল রাজবাড়ি সংস্কার করে প্রাচীন ইতিহাসকে রক্ষা করার আবেদন রাজবাড়ীর সদস্যদের।