Hailstorm in Midnapore: সাদা বরফে ঢাকল মেদিনীপুর! বৃষ্টির শুরুতেই চমৎকার!
- Published by:Piya Banerjee
- hyperlocal
Last Updated:
Hailstorm in Midnapore: সাদা বরফে ঢাকল এলাকা। দার্জিলিং কিংবা উত্তরের কোন জেলা নয়, পশ্চিম মেদিনীপুরের মোহনপুরের বিস্তীর্ণ এলাকায় শিলাবৃষ্টিতে সাদা হলো চারিদিক।
advertisement
পশ্চিম মেদিনীপুরের মোহনপুরে বিভিন্ন এলাকায় শিলাবৃষ্টির প্রভাব লক্ষ্য করা যায়। শিলাবৃষ্টির পরিমাণ এতটাই ছিল যে, চারিদিক সাদা বরফের আস্তরণ পড়ে যায়। মোহনপুরের বৈতা, মোহনপুর, মোহনপুর বাজার সহ বিভিন্ন এলাকায় এই শিলা বৃষ্টি লক্ষ্য করা যায়। শনিবার দুপুর থেকেই প্রায় ঘণ্টা খানেক ধরে চলে এই বৃষ্টি। (লেখা ও ছবি: Ranjan Chanda)
advertisement
advertisement
advertisement
পান ও বোরো ধান চাষের ক্ষতি হবে এই বৃষ্টিতে। প্রসঙ্গত শনিবার সকাল থেকে পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম জেলা জুড়ে কালো মেঘে ডেকেছিল দফায় দফায় বিভিন্ন ব্লকে বৃষ্টি হয়। এর মাঝেই দাঁতন ব্লকের বিস্তীর্ণ এলাকায় এবং মোহনপুর ব্লকের শিলাবৃষ্টি লক্ষ্য করা যায়। অফিসের পূর্বাভাস মতোই রাতের তাপমাত্রা নামবে। (লেখা ও ছবি: Ranjan Chanda)