Supreme Court: ইডি অফিসারদের বিরুদ্ধে এফআইআর-এ স্থগিতাদেশ! রাজীব কুমারের সাসপেনশন নিয়ে প্রশ্ন উঠতেই অবস্থান স্পষ্ট করল সুপ্রিম কোর্ট

Last Updated:
Supreme Court: আইনজীবী অভিষেক মনু সিংভি পাল্টা বলেন, ''রক্ষাকবচ দেওয়া হোক। কিন্তু এফআইআর-এর ওপর প্রসেডিং বন্ধ না রাখা হোক। তদন্ত না করতে পারলে কি রিপোর্ট জানাব আদালতে?''
1/6
নয়াদিল্লি: আইপ্যাক কাণ্ডে ইডি অফিসারদের বিরুদ্ধে এফআইআর রুজু করা হয়েছে। ২টি শেক্সপীয়র সরণী থানায় এবং ২টি ইসিপিএস থানায়। সোমবার সেই মামলার শুনানির নির্দেশে সুপ্রিম কোর্ট স্পষ্ট করে জানিয়ে দিল, শেক্সপিয়ার সরণী থানা ও ইলেকট্রনিক কমপ্লেক্স থানায় FIR ওপর স্থগিতাদেশ জারি করা হল। সেই সঙ্গে সব পক্ষকে নোটিসও জারি করল সর্বোচ্চ আদালত।
নয়াদিল্লি: আইপ্যাক কাণ্ডে ইডি অফিসারদের বিরুদ্ধে এফআইআর রুজু করা হয়েছে। ২টি শেক্সপীয়র সরণী থানায় এবং ২টি ইসিপিএস থানায়। সোমবার সেই মামলার শুনানির নির্দেশে সুপ্রিম কোর্ট স্পষ্ট করে জানিয়ে দিল, শেক্সপিয়ার সরণী থানা ও ইলেকট্রনিক কমপ্লেক্স থানায় FIR ওপর স্থগিতাদেশ জারি করা হল। সেই সঙ্গে সব পক্ষকে নোটিসও জারি করল সর্বোচ্চ আদালত।
advertisement
2/6
এরপরই আইনজীবী অভিষেক মনু সিংভি পাল্টা বলেন, ''রক্ষাকবচ দেওয়া হোক। কিন্তু এফআইআর-এর ওপর প্রসেডিং বন্ধ না রাখা হোক। তদন্ত না করতে পারলে কি রিপোর্ট জানাব আদালতে? সে ক্ষেত্রে সুপ্রিম কোর্টে আমাদের প্রত্যুত্তর দিতে সময় বেশি লাগবে।'' যদিও সেই আবেদনে কর্ণপাত করেনি আদালত।
এরপরই আইনজীবী অভিষেক মনু সিংভি পাল্টা বলেন, ''রক্ষাকবচ দেওয়া হোক। কিন্তু এফআইআর-এর ওপর প্রসেডিং বন্ধ না রাখা হোক। তদন্ত না করতে পারলে কি রিপোর্ট জানাব আদালতে? সে ক্ষেত্রে সুপ্রিম কোর্টে আমাদের প্রত্যুত্তর দিতে সময় বেশি লাগবে।'' যদিও সেই আবেদনে কর্ণপাত করেনি আদালত।
advertisement
3/6
এরপরই রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারের সাসপেনশনের বিষয়টি উল্লেখ করেন সলিসিটর জেনারেল। সেই প্রেক্ষিতে বিচারপতি জানান, সব পক্ষকে নোটিস করা হয়েছে। নোটিসের জবাব দিন। শুধু তাই নয়, ৮ জানুয়ারি, অর্থাৎ আইপ্যাকে ইডি হানার দিনের সিসিটিভি ক‍্যামেরা এবং স্থানীয় এলাকার সিসিটিভি ফুটেজ সংরক্ষণ করতেও নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট।
এরপরই রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারের সাসপেনশনের বিষয়টি উল্লেখ করেন সলিসিটর জেনারেল। সেই প্রেক্ষিতে বিচারপতি জানান, সব পক্ষকে নোটিস করা হয়েছে। নোটিসের জবাব দিন। শুধু তাই নয়, ৮ জানুয়ারি, অর্থাৎ আইপ্যাকে ইডি হানার দিনের সিসিটিভি ক‍্যামেরা এবং স্থানীয় এলাকার সিসিটিভি ফুটেজ সংরক্ষণ করতেও নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট।
advertisement
4/6
আইনজীবী কপিল সিব্বাল, যিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে এবং অভিষেক মনু সিংভি যিনি রাজ‍্য সরকার এবং রাজীব কুমারকে রিপ্রেজেন্ট করছেন, তাঁরা জানিয়েছেন এই মামলা মেইনটেইনেবল নয়। তাঁরা জানিয়েছেন, ইডি বারবার করে এভাবে নির্বাচনের মুখে হস্তক্ষেপ করে। হাইকোর্টে যখন মামলা দায়ের হয়েছে তখন এখানে মামলা শোনা উচিত নয়। পঞ্চনামার কথা তাঁরা উল্লেখ করেন। তাঁরা স্থানীয় পুলিশকে অভিযানের কথা জানানো হয়নি আগে থেকে সেটাও জানানো হয়।
আইনজীবী কপিল সিব্বাল, যিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে এবং অভিষেক মনু সিংভি যিনি রাজ‍্য সরকার এবং রাজীব কুমারকে রিপ্রেজেন্ট করছেন, তাঁরা জানিয়েছেন এই মামলা মেইনটেইনেবল নয়। তাঁরা জানিয়েছেন, ইডি বারবার করে এভাবে নির্বাচনের মুখে হস্তক্ষেপ করে। হাইকোর্টে যখন মামলা দায়ের হয়েছে তখন এখানে মামলা শোনা উচিত নয়। পঞ্চনামার কথা তাঁরা উল্লেখ করেন। তাঁরা স্থানীয় পুলিশকে অভিযানের কথা জানানো হয়নি আগে থেকে সেটাও জানানো হয়।
advertisement
5/6
কপিল সিব্বাল জানিয়েছেন, মুখ‍্যমন্ত্রী হিসেবে নয়, মমতা বন্দ্যোপাধ্যায় প্রতীক জৈনের বাড়িতে গিয়েছিলেন তৃণমূলের চেয়ারপার্সন হিসেবে। কারণ ওঁর বাড়িতে নির্বাচনের দলীয় নথি ছিল। সিংভি বলেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলের চেয়ারম‍্যান হিসেবে একজন জেড প্রোটেক্টি, তাই এটা ডিজিপির দায়িত্ব ছিল যে তিনি যখন প্রতীক জৈনের বাড়িতে গিয়েছিলেন, তখন মমতা বন্দ্যোপাধ্যায়কে একোম্পেনি করা। মিস্টার শ‍্যাম দিওয়ান জানিয়েছেন, ৯ তারিখ অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হলেও গতকাল শান্তিপূর্ণ ভাবেই শুনানি হয়েছে।
কপিল সিব্বাল জানিয়েছেন, মুখ‍্যমন্ত্রী হিসেবে নয়, মমতা বন্দ্যোপাধ্যায় প্রতীক জৈনের বাড়িতে গিয়েছিলেন তৃণমূলের চেয়ারপার্সন হিসেবে। কারণ ওঁর বাড়িতে নির্বাচনের দলীয় নথি ছিল। সিংভি বলেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলের চেয়ারম‍্যান হিসেবে একজন জেড প্রোটেক্টি, তাই এটা ডিজিপির দায়িত্ব ছিল যে তিনি যখন প্রতীক জৈনের বাড়িতে গিয়েছিলেন, তখন মমতা বন্দ্যোপাধ্যায়কে একোম্পেনি করা। মিস্টার শ‍্যাম দিওয়ান জানিয়েছেন, ৯ তারিখ অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হলেও গতকাল শান্তিপূর্ণ ভাবেই শুনানি হয়েছে।
advertisement
6/6
এরপরই আদালত সব পক্ষকে নোটিস ইস্যু করার পাশাপাশি এই মুহূর্তে ইডি অফিসারদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া যাবে না বলে নির্দেশ দেয়। ইডি অফিসারদের বিরুদ্ধে দায়ের হওয়া এফআইআর-এর উপর স্থগিতাদেশ জারি করে সর্বোচ্চ আদালত।
এরপরই আদালত সব পক্ষকে নোটিস ইস্যু করার পাশাপাশি এই মুহূর্তে ইডি অফিসারদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া যাবে না বলে নির্দেশ দেয়। ইডি অফিসারদের বিরুদ্ধে দায়ের হওয়া এফআইআর-এর উপর স্থগিতাদেশ জারি করে সর্বোচ্চ আদালত।
advertisement
advertisement
advertisement