Snake Rescue Training: বৈজ্ঞানিক ও নিরাপদ পদ্ধতিতে বাগে আসবে বিষধররা! হাতে-কলমে সাপ ধরার প্রশিক্ষণ কার্শিয়াং ফরেস্ট ডিভিশনের
- Reported by:Ricktik Bhattacharjee
- hyperlocal
- Published by:Aishwarya Purkait
Last Updated:
Siliguri Snake Rescue Training: কার্শিয়াং ফরেস্ট ডিভিশনের উদ্যোগে বনকর্মীদের জন্য স্নেক রেসকিউ ট্রেনিং ওয়ার্কশপ। সাপ উদ্ধারের সময় নিরাপদ ও বৈজ্ঞানিক পদ্ধতি সম্পর্কে হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়াই ছিল কর্মশালার মূল লক্ষ্য।
advertisement
advertisement
advertisement
advertisement
এছাড়াও, পশ্চিমবঙ্গ বন দফতরের উদ্যোগে এবং C-DAC-এর কারিগরি সহায়তায়, কার্শিয়াং ফরেস্ট ডিভিশন-সহ রাজ্যের বিভিন্ন বন বিভাগে স’ মিল মালিকদের প্রশিক্ষণ কর্মসূচি সফলভাবে সম্পন্ন হয়েছে। এই কর্মসূচির মাধ্যমে বনজ সম্পদের টেকসই ব্যবহার এবং আইন মেনে কাঠশিল্প পরিচালনার বিষয়ে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।(ছবি ও তথ্য : ঋত্বিক ভট্টাচার্য)








