advertisement

Sibnibash Shiva Temple: এশিয়ার দ্বিতীয় বৃহত্তম শিবলিঙ্গ শিবনিবাসের ঐতিহাসিক মেলা! বিশ্বাস যেখানে অটুট, একমুঠো বিশেষ খইয়েই তুষ্ট ভোলানাথ

Last Updated:
Nadia Sibnibash Shiva Temple: নদিয়ার শিবনিবাসে অবস্থিত এশিয়ার দ্বিতীয় বৃহত্তম শিবলিঙ্গকে কেন্দ্র করে পালিত হচ্ছে ঐতিহাসিক ভীম একাদশীর মেলা। কেন এই দিনে মহাদেবকে বিশেষ খই নিবেদন করা হয়? জানুন এই উৎসবের পৌরাণিক মাহাত্ম্য, বিশেষত্ব এবং মেলা সম্পর্কে বিস্তারিত তথ্য।
1/6
শুরু হল ভীম একাদশী উপলক্ষ্যে নদিয়ার শিব নিবাস মন্দিরের মেলা। নদিয়ার কৃষ্ণগঞ্জ শিবনিবাস মন্দির, যেখানে রয়েছে এশিয়ার দ্বিতীয় বৃহত্তম শিবলিঙ্গ। সারা বছরই দূর-দূরান্ত থেকে ভক্তের দল আসে এখানে পুজো দিতে। (ছবি ও তথ্য: মৈনাক দেবনাথ)
শুরু হল ভীম একাদশী উপলক্ষ্যে নদিয়ার শিব নিবাস মন্দিরের মেলা। নদিয়ার কৃষ্ণগঞ্জ শিবনিবাস মন্দির, যেখানে রয়েছে এশিয়ার দ্বিতীয় বৃহত্তম শিবলিঙ্গ। সারা বছরই দূর-দূরান্ত থেকে ভক্তের দল আসে এখানে পুজো দিতে। (ছবি ও তথ্য: মৈনাক দেবনাথ)
advertisement
2/6
শিবরাত্রিতে ভক্তের ঢল দেখা যায় এখানে। তবে ভীম একাদশীতে প্রতিবছর একটি মেলার আয়োজন করা হয় শিবনিবাস মন্দিরে। ভক্তরা বহু দূর-দূরান্ত থেকে পুজো দিতে আসেন এখানে।
শিবরাত্রিতে ভক্তের ঢল দেখা যায় এখানে। তবে ভীম একাদশীতে প্রতিবছর একটি মেলার আয়োজন করা হয় শিবনিবাস মন্দিরে। ভক্তরা বহু দূর-দূরান্ত থেকে পুজো দিতে আসেন এখানে।
advertisement
3/6
চলতি বছর প্রায় ২৬২ বছরে পদার্পণ করল এশিয়ার দ্বিতীয় বৃহত্তম শিবলিঙ্গ নদিয়ার শিব নিবাসের ভিম একাদশীর মেলা। কথিত আছে, নদিয়ার রাজা কৃষ্ণচন্দ্র বর্গীদের ভয়ে কৃষ্ণগঞ্জে আশ্রয় নেন। সেই সময়ই রাজা কৃষ্ণচন্দ্র এই শিবনিবাস মন্দির এবং মন্দিরের বিগ্রহ প্রতিষ্ঠা করেছিলেন।
চলতি বছর প্রায় ২৬২ বছরে পদার্পণ করল এশিয়ার দ্বিতীয় বৃহত্তম শিবলিঙ্গ নদিয়ার শিব নিবাসের ভিম একাদশীর মেলা। কথিত আছে, নদিয়ার রাজা কৃষ্ণচন্দ্র বর্গীদের ভয়ে কৃষ্ণগঞ্জে আশ্রয় নেন। সেই সময়ই রাজা কৃষ্ণচন্দ্র এই শিবনিবাস মন্দির এবং মন্দিরের বিগ্রহ প্রতিষ্ঠা করেছিলেন।
advertisement
4/6
তাঁরই নেতৃত্বে শুরু হয়েছিল এই ভীম একাদশীর মেলা। এই মেলা চলবে শিব রাত্রি পর্যন্ত। এই মেলার অন্য একটি বৈশিষ্ট্য হল মাইলোর খই। বিভিন্ন জায়গা থেকে দোকানদাররা আসেন এই মেলায় খই নিয়ে।
তাঁরই নেতৃত্বে শুরু হয়েছিল এই ভীম একাদশীর মেলা। এই মেলা চলবে শিব রাত্রি পর্যন্ত। এই মেলার অন্য একটি বৈশিষ্ট্য হল মাইলোর খই। বিভিন্ন জায়গা থেকে দোকানদাররা আসেন এই মেলায় খই নিয়ে।
advertisement
5/6
ভক্তরা পুজো দেওয়ার পর কিছুটা খই নিয়ে বাড়ি যান। আর এটাই প্রসাদ হিসেবে গ্রহণ করেন সমস্ত শিব ভক্তরা। এই পরম্পরাই চলে আসছে বহু যুগান্তর ধরে শিবনিবাস মন্দিরে ভীম একাদশীর মেলায়।
ভক্তরা পুজো দেওয়ার পর কিছুটা খই নিয়ে বাড়ি যান। আর এটাই প্রসাদ হিসেবে গ্রহণ করেন সমস্ত শিব ভক্তরা। এই পরম্পরাই চলে আসছে বহু যুগান্তর ধরে শিবনিবাস মন্দিরে ভীম একাদশীর মেলায়।
advertisement
6/6
মেলার বিশেষত্ব সধবা এবং বিধবা সব মহিলারাই ভগবান রাম-সীতার কাছে অর্ঘ্য নিবেদন করবেন। সধবা মহিলারা প্রার্থনা করবেন তাঁরা যাতে সধবা হয়েই থাকেন, বিধবারা প্রার্থনা করবেন তাঁরা যাতে আগামী জন্মে বিধবা না হন। (ছবি ও তথ্য: মৈনাক দেবনাথ)
মেলার বিশেষত্ব সধবা এবং বিধবা সব মহিলারাই ভগবান রাম-সীতার কাছে অর্ঘ্য নিবেদন করবেন। সধবা মহিলারা প্রার্থনা করবেন তাঁরা যাতে সধবা হয়েই থাকেন, বিধবারা প্রার্থনা করবেন তাঁরা যাতে আগামী জন্মে বিধবা না হন। (ছবি ও তথ্য: মৈনাক দেবনাথ)
advertisement
advertisement
advertisement