Job News: গবেষণা সংক্রান্ত চাকরির দারুণ সুযোগ খড়গপুরে, আবেদন জানান!
- Reported by:Ranjan Chanda
- hyperlocal
- Published by:Suman Biswas
Last Updated:
Job News: গবেষক নিয়োগ করতে চেয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। যোগ্যতা থাকলে এখনই আবেদন জানান।
আবারও গবেষণা সংক্রান্ত চাকরির সুযোগ ভারতের প্রযুক্তিবিদ্যার প্রাচীন প্রতিষ্ঠান ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি খড়গপুরে। ইতিমধ্যেই নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি আইআইটি খড়গপুরের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে। গবেষক নিয়োগ করতে চেয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। যোগ্যতা থাকলে এখনই আবেদন জানান।(তথ্য ও ছবি: রঞ্জন চন্দ)
advertisement
advertisement
বিজ্ঞপ্তি অনুযায়ী জানা গিয়েছে, বিশেষ এক প্রকল্পে কাজের জন্য প্রজেক্ট অ্যাসোসিয়েট গ্রেড ওয়ান নিয়োগ করবে আইআইটি খড়গপুর। সম্পূর্ণ চুক্তিভিত্তিতে বিশেষ এক প্রকল্পে কাজের জন্য কর্মী নিয়োগ করা হবে। জিওলজি এবং জিওফিজিক্স বিভাগের তরফে এই কর্মী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।(তথ্য ও ছবি: রঞ্জন চন্দ)
advertisement
অনুসন্ধান রিসার্চ ফাউন্ডেশন এর আর্থিক সহযোগিতায় 3D Density Resolvability of the Crust and Mantle of IOGL Using Integrated Approach of Gravity, Gravity Gradients, Geoid Anomalies(CGG) প্রকল্পে কাজের জন্য অস্থায়ী ভিত্তিতে এই কর্মী নিয়োগ করা হবে মোট শূন্যপদ একটি। মোটা অংকের বেতনে অস্থায়ী ভিত্তিতে কর্মী নিয়োগ করবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। বেতন প্রতি মাসে ৩৭০০০ টাকা। প্রয়োজন অভিজ্ঞতার।(তথ্য ও ছবি: রঞ্জন চন্দ)
advertisement
advertisement






