JalpaiguriNews: থমকে গেল ডুয়ার্সের রেল চলাচল...আচমকাই বিকল হয়ে গেল ট্রেনের ইঞ্জিন! স্টেশনেই মধ্যেই দাঁড়িয়ে গেল...
- Reported by:SUROJIT DEY
- local18
- Published by:Satabdi Adhikary
Last Updated:
ওদলাবাড়ি স্টেশনে ইন্টারসিটি এক্সপ্রেসের ইঞ্জিন বিকল হয়ে বুধবার সকাল থেকে ব্যাহত হয় রেল চলাচল। এক লাইনের স্টেশন হওয়ায় একাধিক ট্রেন আটকে পড়ে। যাত্রীদের চরম ভোগান্তি হয়। পরে বিকল্প ইঞ্জিন এনে পরিস্থিতি স্বাভাবিক করা হয়।
advertisement
advertisement
advertisement
advertisement
পরিস্থিতি সামাল দিতে নিউ মাল জংশন থেকে একটি বিকল্প ইঞ্জিন পাঠানো হয়। প্রায় এক ঘণ্টার প্রচেষ্টার পর ইন্টারসিটি এক্সপ্রেসকে বাগ্রাকোট স্টেশনে সরিয়ে নিয়ে যাওয়া সম্ভব হয়। এরপর ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করে রেল চলাচল। তবে এই ঘটনার জেরে ফের একবার ওদলাবাড়ি স্টেশনের পরিকাঠামো নিয়ে প্রশ্ন উঠেছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এক লাইনের স্টেশন হওয়ায় সামান্য যান্ত্রিক ত্রুটিতেই বড়সড় বিপর্যয় তৈরি হয়। তাঁদের দাবি, যাত্রীদের স্বার্থে ওদলাবাড়ি স্টেশনে বিকল্প লাইন ও উন্নত ব্যবস্থাপনা অবিলম্বে প্রয়োজন।









