IMD Weather Update: কনকনে শীতের বিদায়! গরম বাড়তেই ঝাড়গ্রামে বসন্তের মেজাজ, কেমন থাকবে আবহাওয়া জানালো দফতর
- Published by:Madhab Das
- local18
Last Updated:
IMD Weather Update: ঝাড়গ্রাম-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে লাফিয়ে লাফিয়ে বাড়ছে তাপমাত্রার পারদ। শীতের বিদায়ঘণ্টা কি বেজে গেল? আবহাওয়া দফতরের সর্বশেষ আপডেট এবং আগামী কয়েক দিনের তাপমাত্রার পূর্বাভাস জানুন এই প্রতিবেদনে।
advertisement
advertisement
আলিপুর আবহাওয়া দফতরের তরফে প্রকাশ করার রিপোর্ট থেকে জানা যাচ্ছে, গতকাল বুধবার ঝাড়গ্রামের সর্বোচ্চ তাপমাত্রা বেড়ে দাড়িয়ে ছিল ২৮ ডিগ্রি সেলসিয়াস। বৃহস্পতিবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫ ডিগ্রি সেলসিয়াস। যেখানে দিনদুয়েক আগেই ঝাড়গ্রামের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১০-১১ ডিগ্রি, সেই জায়গায় এইভাবে লাফিয়ে লাফিয়ে তাপমাত্রার পারদের বৃদ্ধি জেলায় অস্বস্তি তৈরি করছে।
advertisement
advertisement
আবহাওয়া সংক্রান্ত তথ্য প্রদানকারী বেসরকারি বিভিন্ন সংস্থার পূর্বাভাস থেকে জানা যাচ্ছে, তাপমাত্রার পারদ নিম্নমুখী হওয়ার কোনও সম্ভাবনাই আপাতত ঝাড়গ্রামে নেই। আগামী কয়েক দিন সর্বনিম্ন তাপমাত্রার পারদ ১৫ থেকে ১৭ ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করতে পারে এবং সর্বোচ্চ তাপমাত্রার পারদ ২৮ থেকে ৩০ ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করতে পারে।







