Digha Tourism: এ যেন উলটপুরাণ, টানা চার দিনের ছুটিতেও খাঁ খাঁ করছে দিঘার সৈকত! হোটেলও ফাঁকা, আচমকা হল কী...?
- Reported by:Madan Maity
- hyperlocal
- Published by:Ananya Chakraborty
Last Updated:
Digha Tourism: চার দিনের লম্বা ছুটি থাকলেও পর্যটকশূন্য দিঘা। ওল্ড ও নিউ দিঘার সৈকত থেকে হোটেল—সবই কার্যত ফাঁকা।
টানা চার দিনের লম্বা ছুটি। সরস্বতী পুজো, নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন, সঙ্গে শনি ও রবিবারের সপ্তাহান্ত। এর সঙ্গে রয়েছে প্রজাতন্ত্র দিবসের ছুটিও। এত ছুটি থাকার পরেও পর্যটকশূন্য দিঘা। সৈকত, রাস্তাঘাট, হোটেল সব জায়গাতেই ফাঁকা ছবি। সাধারণত এই সময় পর্যটকে ভরে ওঠে দিঘা। কিন্তু এবছর সেই চেনা ভিড় নেই। হোটেল বুকিংও অত্যন্ত কম।
advertisement
ওল্ড দিঘা ও নিউ দিঘা, দুই সৈকতে একই পরিস্থিতি। হোটেলগুলিতে আগাম বুকিং প্রায় নেই বললেই চলে। অনেক ঘর খালি পড়ে রয়েছে। ওল্ড দিঘার এক পুরনো হোটেলের মালিক “দেবব্রত দাস জানান, শুক্রবার থেকে টানা চার দিনের ছুটি। কিন্তু ফোনে মাত্র দু-একজন খোঁজ নিচ্ছেন। এবছর বুকিং একেবারেই হয়নি। অন্য বছর এমন অবস্থা দেখা যায়নি।”
advertisement
শুক্রবার ছিল নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন। একই সঙ্গে ছিল সরস্বতী পুজো। এরপর শনি ও রবিবারের ছুটি। এত কিছু একসঙ্গে থাকলেও দিঘার সৈকত ফাঁকাই রয়ে গেছে। পর্যটকদের আনাগোনা খুব কম। দোকানপাটেও বিক্রি কম। পর্যটন নির্ভর ব্যবসায়ীরা হতাশ। তাঁদের মতে, সাধারণত এই ধরনের লম্বা ছুটিতে দিঘায় পা ফেলার জায়গা থাকে না। এবছর তার উল্টো ছবি।
advertisement
advertisement
হোটেল মালিক দেবব্রত দাস আরও বলেন, এসআইআরের শুনানির কারণে বাড়ি বাড়ি নোটিস নিয়ে যাচ্ছেন বিএলওরা। কখন কার নাম ডাকা হবে, তা নিয়ে মানুষ চিন্তিত। এই অনিশ্চয়তার ভয়ে অনেকেই বাইরে যাওয়ার পরিকল্পনা বাতিল করছেন। বেড়াতে গেলে যদি সমস্যায় পড়তে হয়, সেই আশঙ্কাও কাজ করছে। ফলে দিঘা ও মন্দারমণির মতো পর্যটনকেন্দ্রগুলোতে প্রভাব পড়ছে।
advertisement
যদিও নেতাজি জন্মজয়ন্তীতে ভিড় না হলেও প্রজাতন্ত্র দিবসের ছুটিতে পর্যটক বাড়তে পারে বলে আশা। সেই আশাতেই দিন গুনছেন হোটেল মালিকরা। জেলা প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তা জোরদার করা হচ্ছে। পর্যটকদের স্বাচ্ছন্দ্য ও নিরাপত্তার দিকেও নজর রাখা হচ্ছে। এখন দেখার, প্রজাতন্ত্র দিবসের ছুটিতে দিঘা আবার তার চেনা ছন্দে ফিরতে পারে কিনা।









