Birbhum News: বীরভূমে উদ্ধার গন্ধগোকুল, কী এই প্রাণী জানেন? জেনে চমকে উঠবেন
- Reported by:Souvik Roy
- hyperlocal
- Published by:Suman Biswas
Last Updated:
Birbhum News: আন্তর্জাতিক প্রকৃতি ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ সংঘের বিবেচনায় পৃথিবীর বিপন্ন প্রাণীর তালিকায় উঠে এসেছে এই প্রাণীটি।
গন্ধগোকুল অনেকেই এই নামের সঙ্গে পরিচিত না। এই গন্ধগোকুল বর্তমানে অরক্ষিত প্রাণী হিসেবে বিবেচিত। পুরোনো গাছ, বন-জঙ্গল কমে যাওয়ায় দিন দিন এদের সংখ্যা কমে যাচ্ছে।আন্তর্জাতিক প্রকৃতি ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ সংঘের বিবেচনায় পৃথিবীর বিপন্ন প্রাণীর তালিকায় উঠে এসেছে এই প্রাণীটি। আফ্রিকা, দক্ষিণ-পূর্ব এশিয়াসহ বিভিন্ন স্থানে বিভিন্ন প্রজাতির গন্ধগোকুলের বাস।ছবি ও তথ্য: সৌভিক রায়
advertisement
এই গন্ধগোকুল এর শরীর থেকে পোলাও চালের গন্ধের মতো মিষ্টি গন্ধ ছড়ায়। সন্ধ্যার পর অন্ধকার নামলে গ্রামে গঞ্জে বিভিন্ন বাড়ির ঘরের চাল ও গাছের ওপর দিয়ে শুরু হয় এর চলাচল। এ সময় এর শরীরের গন্ধ উৎপাদনকারী গ্রন্থি থেকে রস নিঃসৃত হতে থাকে বলে যে স্থান দিয়েই এরা যাক না কেন, বেশ কিছুক্ষণ ধরে সেখানে সেই গন্ধ নাকে আসে।ছবি ও তথ্য: সৌভিক রায়
advertisement
বন্য প্রাণী ও পরিবেশ বিশেষজ্ঞদের মতে, গন্ধগোকুল প্রকৃতির উপকারী একটি নিশাচর প্রাণী। গন্ধগোকুল ব্যাঙ, ইঁদুরসহ ক্ষতিকর পোকামাকড় খেয়ে উদ্ভিদের বংশবৃদ্ধিতে বহুগুণে ভূমিকা রাখে কিন্তু ভুল ধারণার কারণে অনেকেই প্রাণীটির জীবন হুমকির দিকে ঠেলে দিচ্ছেন। একটি সময় ছিল, যখন এগুলোকে দেশের প্রায় সর্বত্রই বনাঞ্চল বা বনসংলগ্ন ঝোপঝাড় বা গ্রামাঞ্চলে দেখা যেত। তবে এখন এগুলো প্রায় বিলুপ্তির পথে।ছবি ও তথ্য: সৌভিক রায়
advertisement
এবার বীরভূমের মুরারই ২ ব্লকের কুশমোড় বিএড কলেজ সংলগ্ন এলাকা থেকে গন্ধগোকুল উদ্ধার করল বন দফতর।গন্ধগোকুলটিকে এলাকায় ঘুরতে দেখে ভিড় জমে স্থানীয় বাসিন্দাদের। খবর পেয়ে আসেন পরিবেশপ্রেমী দেবকুমার মাল-সহ অন্যেরা। তাঁরা প্রাণীটিকে সুরক্ষিত রেখে এলাকার মানুষকে এর সম্পর্কে তথ্য দেন। পরে বনকর্মীরা এসে গন্ধগোকুলকে উদ্ধার করে নিয়ে যান।ছবি ও তথ্য: সৌভিক রায়
advertisement








