Asha Worker at Swasthya Bhawan: শুধু টাকা বাড়ানোই নয়...আরও দাবি রয়েছে আশাকর্মীদের! সকাল থেকেই পথে পথে বিক্ষোভ

Last Updated:
বিক্ষোভকারী আশাকর্মীদের একাংশ সল্টলেকের স্বাস্থ্যভবনের সামনে পৌঁছলে তাঁদের বাধা দেওয়া হয়৷ তাঁরা ব্যারিকেড টপকানোর চেষ্টাও করেন৷ তারপর, তাঁরা রাস্তায় বসে পরেই বিক্ষোভ দেখান৷
1/9
কলকাতা: দাবি অনেক দিনের৷ সেই দাবি নিয়ে সরকার পক্ষের সঙ্গে আলোচনাও চলছিল৷ কিন্তু, বুধবার সকাল থেকেই আশাকর্মী বিক্ষোভের জেরে ধুন্ধুমার কাণ্ড হাওড়া থেকে শিয়ালদহ সর্বত্র৷ শুধু তাই নয়, সল্টলেক স্বাস্থ্যভবন অভিযানের জেরে জেলা জেলাতেও তাঁদের বাধা দেওয়ার অভিযোগ তুললেন আশাকর্মীরা৷ কিন্তু, কী দাবি তাঁদের?
কলকাতা: দাবি অনেক দিনের৷ সেই দাবি নিয়ে সরকার পক্ষের সঙ্গে আলোচনাও চলছিল৷ কিন্তু, বুধবার সকাল থেকেই আশাকর্মী বিক্ষোভের জেরে ধুন্ধুমার কাণ্ড হাওড়া থেকে শিয়ালদহ সর্বত্র৷ শুধু তাই নয়, সল্টলেক স্বাস্থ্যভবন অভিযানের জেরে জেলা জেলাতেও তাঁদের বাধা দেওয়ার অভিযোগ তুললেন আশাকর্মীরা৷ কিন্তু, কী দাবি তাঁদের?
advertisement
2/9
বর্তমানে আশাকর্মীদের মাসিক ভাতা ৫,২৫০টাকা৷ পশ্চিমবঙ্গ আশা স্বাস্থ্যকর্মী ইউনিয়নের রাজ্য সম্পাদিকা জানিয়েছেন, সারা ভারতের পরিস্থিতির সঙ্গে তুলনা করলে ন্যূনতম মজুরি ২৬ হাজার টাকা হওয়া উচিত। কিন্তু, তাঁরা স্থায়ী ১৫,০০০ টাকা সাম্মানিকের দাবি জানাচ্ছেন৷
বর্তমানে আশাকর্মীদের মাসিক ভাতা ৫,২৫০টাকা৷ পশ্চিমবঙ্গ আশা স্বাস্থ্যকর্মী ইউনিয়নের রাজ্য সম্পাদিকা জানিয়েছেন, সারা ভারতের পরিস্থিতির সঙ্গে তুলনা করলে ন্যূনতম মজুরি ২৬ হাজার টাকা হওয়া উচিত। কিন্তু, তাঁরা স্থায়ী ১৫,০০০ টাকা সাম্মানিকের দাবি জানাচ্ছেন৷
advertisement
3/9
এছাড়া, অবিলম্বে সমস্ত বকয়া মিটিয়ে দেওয়ারও দাবি জানানো হয়েছে আশাকর্মীদের তরফে৷ তাঁদের দাবি, কর্মরত অবস্থা মারা গেলে পরিবারকে এককালীন ৫ লক্ষ টাকা দিতে হবে সরকারকে। মোবাইল যেটা দেওয়া হয়েছে সেটার জন্য় মিনিমাম সাড়ে তিনশো টাকা ৫জি প্যাকেজ দিতে হবে। আমাদের ছুটি দিতে হবে। মেটারনিটি লিভ দিতে হবে। বকেয়া টাকা দ্রুত মিটিয়ে দিতে হবে।
এছাড়া, অবিলম্বে সমস্ত বকয়া মিটিয়ে দেওয়ারও দাবি জানানো হয়েছে আশাকর্মীদের তরফে৷ তাঁদের দাবি, কর্মরত অবস্থা মারা গেলে পরিবারকে এককালীন ৫ লক্ষ টাকা দিতে হবে সরকারকে। মোবাইল যেটা দেওয়া হয়েছে সেটার জন্য় মিনিমাম সাড়ে তিনশো টাকা ৫জি প্যাকেজ দিতে হবে। আমাদের ছুটি দিতে হবে। মেটারনিটি লিভ দিতে হবে। বকেয়া টাকা দ্রুত মিটিয়ে দিতে হবে।
advertisement
4/9
আশাকর্মীদের স্বাস্থ্যভবন অভিযানের ঠিক আগের দিন অর্থাৎ মঙ্গলবার, রাজ্যের স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য নিজে আশ্বাস দিয়েছিলেন, ‘আপনাদের ডেপুটেশন দিতে আসতে হবে না৷’ কিন্তু, সেই পরামর্শ উপেক্ষা করেই বুধবার সকাল থেকে দলে দলে কলকাতা মুখী হতে থাকে আশাকর্মীদের দল৷
আশাকর্মীদের স্বাস্থ্যভবন অভিযানের ঠিক আগের দিন অর্থাৎ মঙ্গলবার, রাজ্যের স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য নিজে আশ্বাস দিয়েছিলেন, ‘আপনাদের ডেপুটেশন দিতে আসতে হবে না৷’ কিন্তু, সেই পরামর্শ উপেক্ষা করেই বুধবার সকাল থেকে দলে দলে কলকাতা মুখী হতে থাকে আশাকর্মীদের দল৷
advertisement
5/9
আশা কর্মীদের আগেই সতর্ক করেথেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। তাঁর সাফ কথা, রাজনৈতিকভাবে আপনাদের ব্যবহার করতে চাইছে, সেই ফাঁদে পা দেবেন না। তিনি বলেন, “রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্য আপনারা হয়তো তাঁদের কিছু চাঁদাও দেন বলে শুনেছি। সঠিক জানি না। শুনেছি। চাঁদা দিতেই পারেন। গণতন্ত্রে তো বাধা নেই। কিন্তু আপনাদের নিয়ে নিজেদের স্বার্থ চরিতার্থ করার যে চেষ্টা করা হচ্ছে। রাজ্য সরকার এতকিছু দেওয়ার পরেও সরকারের বিরুদ্ধে আওয়াজ তোলা হচ্ছে। কিন্তু কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে আওয়াজ নেই কেন?”
আশা কর্মীদের আগেই সতর্ক করেথেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। তাঁর সাফ কথা, রাজনৈতিকভাবে আপনাদের ব্যবহার করতে চাইছে, সেই ফাঁদে পা দেবেন না। তিনি বলেন, “রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্য আপনারা হয়তো তাঁদের কিছু চাঁদাও দেন বলে শুনেছি। সঠিক জানি না। শুনেছি। চাঁদা দিতেই পারেন। গণতন্ত্রে তো বাধা নেই। কিন্তু আপনাদের নিয়ে নিজেদের স্বার্থ চরিতার্থ করার যে চেষ্টা করা হচ্ছে। রাজ্য সরকার এতকিছু দেওয়ার পরেও সরকারের বিরুদ্ধে আওয়াজ তোলা হচ্ছে। কিন্তু কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে আওয়াজ নেই কেন?”
advertisement
6/9
তবে আশাকর্মীদের অভিযোগ, গন্তব্যে পৌঁছনোর আগেই তাঁদের আটকে দেওয়া৷ হাওড়া এবং শিয়ালদহ স্টেশনে চলে ধরপাকড়৷ আশাকর্মীদের একাংশ শিয়ালদহ স্টেশন থেকে ধর্মতলার দিকে রওনা দেন। তবে ধর্মতলা পৌঁছনোর আগে সেই মিছিল আটকে দেয় পুলিশ। নিউ মার্কেট থানার কাছে ব্যারিকেড দিয়ে পথ আটকানো হয়। বিক্ষোভকারীরা ওই ব্যারিকেড টপকানোর চেষ্টা করতেই পুলিশের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয়।
তবে আশাকর্মীদের অভিযোগ, গন্তব্যে পৌঁছনোর আগেই তাঁদের আটকে দেওয়া৷ হাওড়া এবং শিয়ালদহ স্টেশনে চলে ধরপাকড়৷ আশাকর্মীদের একাংশ শিয়ালদহ স্টেশন থেকে ধর্মতলার দিকে রওনা দেন। তবে ধর্মতলা পৌঁছনোর আগে সেই মিছিল আটকে দেয় পুলিশ। নিউ মার্কেট থানার কাছে ব্যারিকেড দিয়ে পথ আটকানো হয়। বিক্ষোভকারীরা ওই ব্যারিকেড টপকানোর চেষ্টা করতেই পুলিশের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয়।তবে আশাকর্মীদের অভিযোগ, গন্তব্যে পৌঁছনোর আগেই তাঁদের আটকে দেওয়া৷ হাওড়া এবং শিয়ালদহ স্টেশনে চলে ধরপাকড়৷ আশাকর্মীদের একাংশ শিয়ালদহ স্টেশন থেকে ধর্মতলার দিকে রওনা দেন। তবে ধর্মতলা পৌঁছনোর আগে সেই মিছিল আটকে দেয় পুলিশ। নিউ মার্কেট থানার কাছে ব্যারিকেড দিয়ে পথ আটকানো হয়। বিক্ষোভকারীরা ওই ব্যারিকেড টপকানোর চেষ্টা করতেই পুলিশের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয়।
advertisement
7/9
পশ্চিম মেদিনীপুরের ডেবরা, আসানসোল, রানিগঞ্জ, অন্ডাল, দুর্গাপুর, কাঁকসা থেকে শুরু করে বসিরহাট, বারুইপুর বিভিন্ন জায়গাতেই আশাকর্মীরা বাধার মুখে পড়েন বলে অভিযোগ৷
পশ্চিম মেদিনীপুরের ডেবরা, আসানসোল, রানিগঞ্জ, অন্ডাল, দুর্গাপুর, কাঁকসা থেকে শুরু করে বসিরহাট, বারুইপুর বিভিন্ন জায়গাতেই আশাকর্মীরা বাধার মুখে পড়েন বলে অভিযোগ৷
advertisement
8/9
 আশা কর্মীদের সল্টলেকের স্বাস্থ্য ভবন অভিযান ঘিরে সকাল থেকেই সতর্ক ছিল পুলিশ। সাত সকালেই তৈরি করা হয় ব্যারিকেড। স্বাস্থ্য ভবনের দুদিকে ব্যারিকেড। প্রথমে লোহার জাল দেওয়া ব্যারিকেড করা হয়। তারপর গার্ডরেল দিয়ে বাঁশ দিয়ে ব্যারিকেড করে পুলিশ। সকাল থেকেই মোতায়েন করা ছিল ভারী সংখ্যক পুলিশ। স্বাস্থ্য ভবন সহ-সংলগ্ন অফিসের কর্মীদের পরিচিতি পত্র দেখে ঢুকতে দেওয়া হয়।
আশা কর্মীদের সল্টলেকের স্বাস্থ্য ভবন অভিযান ঘিরে সকাল থেকেই সতর্ক ছিল পুলিশ। সাত সকালেই তৈরি করা হয় ব্যারিকেড। স্বাস্থ্য ভবনের দুদিকে ব্যারিকেড। প্রথমে লোহার জাল দেওয়া ব্যারিকেড করা হয়। তারপর গার্ডরেল দিয়ে বাঁশ দিয়ে ব্যারিকেড করে পুলিশ। সকাল থেকেই মোতায়েন করা ছিল ভারী সংখ্যক পুলিশ। স্বাস্থ্য ভবন সহ-সংলগ্ন অফিসের কর্মীদের পরিচিতি পত্র দেখে ঢুকতে দেওয়া হয়।
advertisement
9/9
 বিক্ষোভকারী আশাকর্মীদের একাংশ সল্টলেকের স্বাস্থ্যভবনের সামনে পৌঁছলে তাঁদের বাধা দেওয়া হয়৷ তাঁরা ব্যারিকেড টপকানোর চেষ্টাও করেন৷ তারপর, তাঁরা রাস্তায় বসে পরেই বিক্ষোভ দেখান৷
বিক্ষোভকারী আশাকর্মীদের একাংশ সল্টলেকের স্বাস্থ্যভবনের সামনে পৌঁছলে তাঁদের বাধা দেওয়া হয়৷ তাঁরা ব্যারিকেড টপকানোর চেষ্টাও করেন৷ তারপর, তাঁরা রাস্তায় বসে পরেই বিক্ষোভ দেখান৷
advertisement
advertisement
advertisement