'আমার লক্ষ্য ২৯৪/২৯৪...', নন্দীগ্রামে দাঁড়িয়েই শুভেন্দুকে আক্রমণ, কলকাতা-দিল্লিতে গণতান্ত্রিক প্রতিবাদের ডাক অভিষেকের
- Reported by:ABIR GHOSHAL
- news18 bangla
- Published by:Sanjukta Sarkar
Last Updated:
Abhishek In Nandigram: অভিষেকের প্রশ্ন, "উত্তরপ্রদেশে কেন মাইক্রো অবজারভার নেই? চুরি করতে গিয়ে চোর ধরা পড়েছে। মানুষ অরিজিনালের পক্ষে থাকবে।ডুপ্লিকেটের পক্ষে থাকবে না। মানুষ আমার কাছে দাবি রাখলে আমার সামর্থ্য অনুযায়ী কাজ করতে বদ্ধপরিকর আমি। আমার লোকসভা কেন্দ্রে কেন্দ্রীয় সরকারের কোন উন্নয়ন মূলক প্রকল্প এলে রেড কার্পেট পেতে আনব।"
advertisement
advertisement
advertisement
advertisement
যত নোটিশ পাঠাবে তত বিজেপি হারবে।" অভিষেকের প্রশ্ন, "উত্তরপ্রদেশে কেন মাইক্রো অবজারভার নেই? চুরি করতে গিয়ে চোর ধরা পড়েছে। মানুষ অরিজিনালের পক্ষে থাকবে।ডুপ্লিকেটের পক্ষে থাকবে না। মানুষ আমার কাছে দাবি রাখলে আমার সামর্থ্য অনুযায়ী কাজ করতে বদ্ধপরিকর আমি। আমার লোকসভা কেন্দ্রে কেন্দ্রীয় সরকারের কোন উন্নয়ন মূলক প্রকল্প এলে রেড কার্পেট পেতে আনব।"
advertisement
নাম না করে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে কটাক্ষ ছুড়ে দিয়ে অভিষেকের প্রশ্ন, "২০২১-২৬ পাঁচ বছরে নন্দীগ্রামের জন্য কী এনেছে? পরিযায়ী শ্রমিকদের সাহায্য করেনি। ভীম চন্দ্র বারিকের মৃতদেহ আনার সাহস দেখায়নি।" শুভেন্দু গড়ে দাঁড়িয়েই বিজেপিকে নিশানা করে অভিষেকের আক্রমণ, "কারও বাড়িতে বিজেপির কেউ গিয়েছে? আমার লক্ষ্য ২৯৪/২৯৪। কটা জিতব-হারব সেটা মানুষ ঠিক করবে।"






