'কী ঔদ্ধত্য, মাটিতে পা পড়ত না...!' নিশীথকে নিশানা করেই কোচবিহারে 'আবর্জনা' সাফ করার ডাক অভিষেকের
- Reported by:ABIR GHOSHAL
- news18 bangla
- Published by:Sanjukta Sarkar
Last Updated:
Abhishek Banerjee Rally: নিশীথ প্রামাণিকের প্রসঙ্গ তুলে অভিষেকের মন্তব্য, "কোচবিহারের মানুষকে ধন্যবাদ, তাঁরা আবর্জনা বিদায় করেছেন। এবার ভোটে আবর্জনা সাফ করার লড়াই। রাজ্যের মুখ্যমন্ত্রী হবেন মমতা বন্দ্যোপাধ্যায়। চতুর্থ বার মুখ্যমন্ত্রী হবেন তিনি।"
বিধানসভা ভোটের প্রাক নির্বাচনী প্রচারে তৃণমূল কংগ্রেসের 'রণ সংকল্প যাত্রা' উপলক্ষে উত্তরবঙ্গে জেলা সফরে অভিষেক বন্দ্যোপাধ্যায়। কোচবিহারের সভা থেকে এবার বিজেপিকে ফের একহাত নিলেন তৃণমূলের সেকেন্ড ইন কম্যান্ড। অভিষেক বলেন, "আমরা আবার দিল্লি যাব। আজ যে লোক দেখছেন তার এক তৃতীয়াংশ লোক গেলে ওরা বুঝে যাবে। ওদের ঘুম উড়ে যাবে।"
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
বিজেপির কার্যত শক্ত ঘাঁটিকে তীব্র চ্যালেঞ্জ করে অভিষেকের পাল্টা প্রশ্ন, "দুই মাস আগে এই সব জেলার বন্যায় কটা বিজেপি নেতা এসে কাজ করেছে? কাজ তো মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন। মাত্র দশ দিনের ব্যবধানে দুই বার এসেছেন। যারা কোচবিহারের মানুষকে বাংলাদেশি বলে দাগিয়ে দিয়েছে, তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।"








