Abhishek Banerjee: ‘প্রয়োজনে সাংসদরা নিজের পকেটের টাকা খরচ করে..,’ সাংসদ বিধায়কদের কড়া বার্তা অভিষেকের
- Reported by:ABIR GHOSHAL
- news18 bangla
- Published by:Satabdi Adhikary
Last Updated:
আগামীকাল ব্লক স্তরে মিছিল হবে। ন্যাশনাল ভোটার ডে তে মিছিল করতে হবে। জেলা সভাপতিরাও দায়িত্ব নিন। এই মিছিল করানোর জন্য।
advertisement
advertisement
এদিন SIR-এর প্রয়োজনে বুথ ভিত্তিক ভোট রক্ষা কমিটি তৈরির নির্দেশ দেন অভিষেক। বলেন, ‘‘(সেখানে) সংগঠনের একজন করে থাকুন। যাঁদের নাম বেরবে লজিক্যাল ডিসক্রিপেন্সির তালিকায়। তাঁদের কাছে যান। একটা কেস যেন মিস না যায়। এই এক কোটি ৩৬ লক্ষ লোকের কাছে ও আনম্যাপ ৩২ লক্ষ লোকের কাছে সবাইকে পৌঁছতে হবে। তাদের বাড়ি বাড়ি যান।’’
advertisement
advertisement
এরপরেই দলের বিধায়ক-সাংসদদের কড়া নির্দেশ দেন অভিষেক৷ বলে, ‘‘দল চেয়েছে তাই এমপি, এমএলএ হয়েছেন। প্রয়োজনে সাংসদরা নিজের পকেটের টাকা খরচ করে ওয়ার রুম চালাতে হবে। আমরা অন্য দলের মত সাংসদদের বেতনের ৫০% টাকা নিইনা দলে। এক কোটি ৬৮ লক্ষ লোকের কাছে আমাদের পৌঁছতে হবেই। হিয়ারিং করিয়ে তাদের নাম যেন ফাইনাল ভোটার লিস্টে বেরোয় এটা নিশ্চিত করতেই হবে।’’
advertisement
advertisement








