Howrah News: হাওড়ার আলুরদম ও কাঁকড়া মেলায় গেছেন? দূর-দূরান্ত থেকে ছুটে আসেন লাখ লাখ মানুষ
- Reported by:RAKESH MAITY
- hyperlocal
- Published by:Riya Das
Last Updated:
Howrah News: ঐতিহ্যবাহী আলুদমও কাঁকড়ার মেলা, উদয়নারায়নপুর সিংটি গ্রামের ৫০০ বছর প্রাচীন ঐতিহ্যবাহী মেলা । বিশাল এলাকা জুড়ে মেলার পসরা বসে। কয়েক লক্ষ মানুষের সমাগম ঘটে। প্রতিবছর ১ লা মাঘ এই মেলা অনুষ্ঠিত হয় ।
advertisement
advertisement
খোলা আকাশের নিচে চাষের জমির উপর মাটির উনুনে টনটন আলুরদম তৈরি হচ্ছে। গরম আলুরদম আর মুড়ি। মেলায় আসা মানুষের মূল আকর্ষণ কাঁকড়া ও আলুরদম। সাদামাটা উপকরণে আলুরদম আকর্ষণীয় স্বাদ পাওয়া যায়। দক্ষিণ ২৪ পরগনা থেকে আসেন কাঁকড়া বিক্রেতা। যেমন বিভিন্ন রকমের কাঁকড়া থাকে। সেই সঙ্গে বড় সাইজের কাঁকড়া, এক একটি কাঁকড়ার ওজন ১ কেজি ওজন ছাড়িয়ে যায়।
advertisement
advertisement









