Durga Puja 2023: পঞ্চমী থেকেই জমে উঠেছে জেলার পুজো, থিমের বহরে টেক্কা দেওয়ার লড়াই! ছবিতে সেরা পুজোগুলি

Last Updated:
Durga Puja 2023: কোথাও সব থেকে বড় প্রতিমা। কোথাও আবার কাল্পনিক রাজবাড়ি। শহরের কোন পুজোয় সবুজায়নের বার্তা, আবার কোনও পুজোয় ভিনদেশী মন্দির। ছবিতে দেখে নিন জেলার কিছু সেরা পুজো।
1/10
আসানসোল রবীন্দ্রনগর উন্নয়ন সমিতির দুর্গাপুজো। ৫৭ তম বর্ষে তাদের থিম সোনালি আঁশ। পাটের শিল্পের কথা মাথায় রেখে ২০ লক্ষ টাকা বাজেটে তৈরি এই থিম।
আসানসোল রবীন্দ্রনগর উন্নয়ন সমিতির দুর্গাপুজো। ৫৭ তম বর্ষে তাদের থিম সোনালি আঁশ। পাটের শিল্পের কথা মাথায় রেখে ২০ লক্ষ টাকা বাজেটে তৈরি এই থিম।
advertisement
2/10
আসানসোল রাধানগর রোড ক্লাবের পুজো। এবার তাদের থিম কাল্পনিক রাজবাড়ি। প্রায় ৩০ লক্ষ টাকা বাজেটে তৈরি হয়েছে মণ্ডপ। ৭০ তম বর্ষে পা রাখল এই পুজো।
আসানসোল রাধানগর রোড ক্লাবের পুজো। এবার তাদের থিম কাল্পনিক রাজবাড়ি। প্রায় ৩০ লক্ষ টাকা বাজেটে তৈরি হয়েছে মণ্ডপ। ৭০ তম বর্ষে পা রাখল এই পুজো।
advertisement
3/10
আসানসোলের নিউ আপার চেলিডাঙা ক্লাবের পুজো। এবারের তাদের বিশেষ আকর্ষণ ৭০ ফুটের দুর্গা প্রতিমা। এই ক্লাবের পুজো ৫৮ তম বর্ষে পা রাখল। তাদের থিম আরও বড় করে ভাবা যাক। ৭০ ফুটের মূর্তিটি তৈরি করা হয়েছে ফোম ও ফাইবার দিয়ে।
আসানসোলের নিউ আপার চেলিডাঙা ক্লাবের পুজো। এবারের তাদের বিশেষ আকর্ষণ ৭০ ফুটের দুর্গা প্রতিমা। এই ক্লাবের পুজো ৫৮ তম বর্ষে পা রাখল। তাদের থিম আরও বড় করে ভাবা যাক। ৭০ ফুটের মূর্তিটি তৈরি করা হয়েছে ফোম ও ফাইবার দিয়ে।
advertisement
4/10
দুর্গাপুরে ফুলঝোর সর্বজনীন দুর্গাপুজো। ফুলঝোর সর্বজনীন দুর্গাপুজো ৩২ তম বর্ষে পদার্পণ করল। এবছরের পুজোর থিম বিজ্ঞান সঙ্গে আধ্যাত্মিক জগতের মেলবন্ধন। থিমের নাম আধ্যাত্মিক।
দুর্গাপুরে ফুলঝোর সর্বজনীন দুর্গাপুজো। ফুলঝোর সর্বজনীন দুর্গাপুজো ৩২ তম বর্ষে পদার্পণ করল। এবছরের পুজোর থিম বিজ্ঞান সঙ্গে আধ্যাত্মিক জগতের মেলবন্ধন। থিমের নাম আধ্যাত্মিক।
advertisement
5/10
দুর্গাপুরের মার্কিনি দক্ষিণ পল্লীর দুর্গা পুজো। এবছর এই পুজো ৬৩ তম বর্ষে পদার্পণ করল। মার্কিনির এবারের থিম ইন্দোনেশিয়ার বালি দ্বীপের বিষ্ণু মন্দির। এ বছর তাদের পুজো বাজেট ১৫ লক্ষ টাকা।
দুর্গাপুরের মার্কিনি দক্ষিণ পল্লীর দুর্গা পুজো। এবছর এই পুজো ৬৩ তম বর্ষে পদার্পণ করল। মার্কিনির এবারের থিম ইন্দোনেশিয়ার বালি দ্বীপের বিষ্ণু মন্দির। এ বছর তাদের পুজো বাজেট ১৫ লক্ষ টাকা।
advertisement
6/10
পুজোর থিমে সবুজয়ানের বার্তা। দুর্গাপুরের শ্যামপুর আদিবাসী ক্লাবের মণ্ডপে সবুজায়নের বার্তা দেওয়া হয়েছে। গোটা মণ্ডপ জুড়েও শুধু সবুজের সমারোহ। প্রকৃতির আদি কেন্দ্র মহামায়ার আরাধনায় ডাক দেওয়া হয়েছে পরিবেশ বাঁচানোর।
পুজোর থিমে সবুজয়ানের বার্তা। দুর্গাপুরের শ্যামপুর আদিবাসী ক্লাবের মণ্ডপে সবুজায়নের বার্তা দেওয়া হয়েছে। গোটা মণ্ডপ জুড়েও শুধু সবুজের সমারোহ। প্রকৃতির আদি কেন্দ্র মহামায়ার আরাধনায় ডাক দেওয়া হয়েছে পরিবেশ বাঁচানোর।
advertisement
7/10
পানাগড়ের আন্তরিক মহিলা সমিতির দুর্গাপুজো। এই পুজো পরিচালনার সমগ্র দায়িত্বে রয়েছেন মহিলারা। চলতি বছরে ১০ বর্ষে পা রাখল এই পুজো। পুজোর উদ্বোধন করেছেন অভিনেত্রী মন্দাকিনী।
পানাগড়ের আন্তরিক মহিলা সমিতির দুর্গাপুজো। এই পুজো পরিচালনার সমগ্র দায়িত্বে রয়েছেন মহিলারা। চলতি বছরে ১০ বর্ষে পা রাখল এই পুজো। পুজোর উদ্বোধন করেছেন অভিনেত্রী মন্দাকিনী।
advertisement
8/10
৮১ বছরে পদার্পণ করল পানাগড় বাজার মিত্র সংঘ ক্লাবের দুর্গাপুজো। এবছর প্রকৃতির ওপর থিম রেখে মণ্ডপ তৈরি করা হয়েছে। প্রকৃতির রঙে রেঙে উঠেছে এই মণ্ডপ। বার্তা দিতে চাওয়া হয়েছে, প্রকৃতিকে সুস্থ না রাখলে, জীবকূলের সুস্থ থাকা সম্ভব নয়।
৮১ বছরে পদার্পণ করল পানাগড় বাজার মিত্র সংঘ ক্লাবের দুর্গাপুজো। এবছর প্রকৃতির ওপর থিম রেখে মণ্ডপ তৈরি করা হয়েছে। প্রকৃতির রঙে রেঙে উঠেছে এই মণ্ডপ। বার্তা দিতে চাওয়া হয়েছে, প্রকৃতিকে সুস্থ না রাখলে, জীবকূলের সুস্থ থাকা সম্ভব নয়।
advertisement
9/10
দুর্গাপুরের সিটি সেন্টারের উর্বশী সার্বজনীন দুর্গোৎসব কমিটির পুজোর থিম মায়াপুর ইস্কন মন্দির। তাদের পুজো ২০ তম বর্ষে পদার্পণ করেছে। তাঁদের এবার পুজোর বাজেট প্রায় ২৫ লক্ষ টাকা। প্রায় ১১০ ফুট চওড়া ও ৪৫ ফুট লম্বা হয়েছে মণ্ডপ।
দুর্গাপুরের সিটি সেন্টারের উর্বশী সার্বজনীন দুর্গোৎসব কমিটির পুজোর থিম মায়াপুর ইস্কন মন্দির। তাদের পুজো ২০ তম বর্ষে পদার্পণ করেছে। তাঁদের এবার পুজোর বাজেট প্রায় ২৫ লক্ষ টাকা। প্রায় ১১০ ফুট চওড়া ও ৪৫ ফুট লম্বা হয়েছে মণ্ডপ।
advertisement
10/10
বুদবুদের আমরা ক'জন স্পোর্টিং ক্লাবের মণ্ডপ। এবারের থিমে খাঁচা বন্দি শৈশব থেকে মুক্তির ডাক দিচ্ছেন দেবী। পুতুল, খেলনা ইত্যাদি দিয়ে সেজে উঠেছে মণ্ডপ। এবার এই পুজোর ৫১ তম বর্ষ।
বুদবুদের আমরা ক'জন স্পোর্টিং ক্লাবের মণ্ডপ। এবারের থিমে খাঁচা বন্দি শৈশব থেকে মুক্তির ডাক দিচ্ছেন দেবী। পুতুল, খেলনা ইত্যাদি দিয়ে সেজে উঠেছে মণ্ডপ। এবার এই পুজোর ৫১ তম বর্ষ।
advertisement
advertisement
advertisement