Maha Shivratri 2023: কেদারনাথ মন্দিরের আদলে তৈরি শিবমন্দির আছে এই বাংলাতেই, মহাশিবরাত্রিতে জেনে নিন সেই দেবালয় কোথায়
- Written by:Bangla Digital Desk
- hyperlocal
- Published by:Arpita Roy Chowdhury
Last Updated:
Maha Shivratri 2023: দুধের স্বাদ ঘোলে মেটানোর সুযোগ রয়েছে বাংলায়। কেদারনাথের আদলে তৈরি দুর্গাপুরের কেদারনাথ ঘুরে যেতে পারেন যে কোনও দিন।
দেশের সব কটি গুরুত্বপূর্ণ শিব তীর্থ ক্ষেত্রে হচ্ছে শিবরাত্রি উদযাপন। দেশ জুড়ে যে বারটি জ্যোতির্লিঙ্গ রয়েছে, সবকটি জায়গাতেই অগণিত ভক্তদের ভিড় জমেছে। তবে ইচ্ছা থাকলে উপায় নেই পুণ্যভূমি কেদারনাথ যাওয়ার। কারণ হিমালয়ের কোলে অবস্থিত এই শৈবক্ষেত্র কয়েক মাসের জন্য বন্ধ থাকে। তাই ভক্তরা চাইলেও কেদারনাথে বাবা কেদারের দেখা পান না। ( প্রতিবেদন-নয়ন ঘোষ)
advertisement
তবে দুধের স্বাদ ঘোলে মেটানোর সুযোগ রয়েছে বাংলায়। কেদারনাথের আদলে তৈরি দুর্গাপুরের কেদারনাথ ঘুরে যেতে পারেন যে কোনও দিন। শিল্পাঞ্চলের বুকে গড়ে ওঠা এই এক টুকরো কেদারনাথ কিছুটা হলেও আপনার স্বাদ পূরণ করবে। শিবরাত্রি উপলক্ষে দুর্গাপুরের কেদারনাথে ব্যাপক সংখ্যক ভক্ত সমাগম হয়েছে। শিবলিঙ্গে জল ঢালতে ভিড় দেখা গিয়েছে ভক্তদের।
advertisement
আসুন একটু জেনে নেওয়া যাক দুর্গাপুরের কেদারনাথ সম্পর্কে। দুর্গাপুর স্টেশন থেকে কিছুটা গেলেই ডিপিএল টাউনশিপ সেখানেই রয়েছে দুর্গাপুরের কেদারনাথ। কয়েক বছর আগে এই মন্দিরটি তৈরি করা হয়েছিল। যদিও মন্দিরটির কাজ সম্পূর্ণ করা যায়নি বেশ কিছু কারণে। তবে অসম্পূর্ণ এই মন্দিরটিও বেশ জনপ্রিয়তা লাভ করেছে কারণ চাইলেই তো আর কেদারনাথ যাওয়া যায় না। তবে দুধের স্বাদ ঘোলে মেটানোর জন্য দুর্গাপুরের এই কেদারনাথ আদর্শ।
advertisement
advertisement









