West Burdwan News: বাড়িতে খরগোশ রাখার কথা ভাবছেন? পালন করার আগে জেনে রাখুন ঠিক কী কী করতে হবে?

Last Updated:
প্রথমেই আপনাকে খরগোশ রাখার স্থান নির্বাচন করতে হবে। আপনি বাড়ির ছাদ, আঙিনা অথবা বারান্দায় খরগোশ পালন করতে পারেন। যেখানে খরগোশ রাখবেন, সে জায়গা নির্বাচন করে প্রথমে সেখানে একটি শেড বানিয়ে নিতে হবে।
1/5
এখন বাড়িতে অনেকেই খরগোশ পালন করেন। একসঙ্গে একটি, দুটি বা তার অধিক খরগোশ থাকে অনেকের বাড়িতে। বাড়িতে খরগোশ রাখতে জায়গা যেমন কম লাগে, তেমন পরিচর্যার খরচও কম। তবে বাড়িতে খরগোশ রাখার আগে যেসব বিষয় মাথায় রাখতে হবে, জেনে রাখুন।
এখন বাড়িতে অনেকেই খরগোশ পালন করেন। একসঙ্গে একটি, দুটি বা তার অধিক খরগোশ থাকে অনেকের বাড়িতে। বাড়িতে খরগোশ রাখতে জায়গা যেমন কম লাগে, তেমন পরিচর্যার খরচও কম। তবে বাড়িতে খরগোশ রাখার আগে যেসব বিষয় মাথায় রাখতে হবে, জেনে রাখুন।
advertisement
2/5
প্রথমেই আপনাকে খরগোশ রাখার স্থান নির্বাচন করতে হবে। আপনি বাড়ির ছাদ, আঙিনা অথবা বারান্দায় খরগোশ পালন করতে পারেন। যেখানে খরগোশ রাখবেন, সে জায়গা নির্বাচন করে প্রথমে সেখানে একটি শেড বানিয়ে নিতে হবে।
প্রথমেই আপনাকে খরগোশ রাখার স্থান নির্বাচন করতে হবে। আপনি বাড়ির ছাদ, আঙিনা অথবা বারান্দায় খরগোশ পালন করতে পারেন। যেখানে খরগোশ রাখবেন, সে জায়গা নির্বাচন করে প্রথমে সেখানে একটি শেড বানিয়ে নিতে হবে।
advertisement
3/5
খরগোশ যে জায়গায় থাকবে, সেই মেঝেটিও আগে তৈরি করে নিতে হবে। এ বিষয়ে খরগোশ পালনকারী রাজা রায় বলছেন, খরগোশ এখানে থাকবে সেখানে তিন থেকে চার ইঞ্চি মোটা করে খড় অথবা তুষের একটি আস্তরণ তৈরি করতে হবে। যাতে সেখানে খরগোশের থাকতে অসুবিধা না হয়।
খরগোশ যে জায়গায় থাকবে, সেই মেঝেটিও আগে তৈরি করে নিতে হবে। এ বিষয়ে খরগোশ পালনকারী রাজা রায় বলছেন, খরগোশ এখানে থাকবে সেখানে তিন থেকে চার ইঞ্চি মোটা করে খড় অথবা তুষের একটি আস্তরণ তৈরি করতে হবে। যাতে সেখানে খরগোশের থাকতে অসুবিধা না হয়।
advertisement
4/5
বাড়িতে খরগোশ থাকলে তাকে কি খাবার দেবেন? জানিয়েছেন রাজা বাবু। তিনি বলছেন, খরগোশকে বিভিন্ন সবুজ শাকসবজি, পালং শাক, গাজর, শসা ইত্যাদি খাবার হিসেবে দেওয়া যেতে পারে। তাছাড়াও চাল, গম, ভুট্টার মতো শস্য খাবার হিসেবে দিতে হবে।
বাড়িতে খরগোশ থাকলে তাকে কি খাবার দেবেন? জানিয়েছেন রাজা বাবু। তিনি বলছেন, খরগোশকে বিভিন্ন সবুজ শাকসবজি, পালং শাক, গাজর, শসা ইত্যাদি খাবার হিসেবে দেওয়া যেতে পারে। তাছাড়াও চাল, গম, ভুট্টার মতো শস্য খাবার হিসেবে দিতে হবে।
advertisement
5/5
আপনার প্রিয় পোষ্য অসুস্থ কিনা, তা বোঝার উপায় বলে দিয়েছেন তিনি। রাজা রায় বলছেন, যদি খরগোশ দৌড়ঝাঁপ কম করে দেয়, খাবার খেতে না চায়, কান সব সময় খাড়া করে রাখে, চোখ ফ্যাকাসে হয়ে যায় বা লোম রুক্ষ-শুষ্ক হয়ে যায়, তাহলে বুঝতে হবে খরগোশটি অসুস্থ। এক্ষেত্রে দ্রুত চিকিৎসার প্রয়োজন।
আপনার প্রিয় পোষ্য অসুস্থ কিনা, তা বোঝার উপায় বলে দিয়েছেন তিনি। রাজা রায় বলছেন, যদি খরগোশ দৌড়ঝাঁপ কম করে দেয়, খাবার খেতে না চায়, কান সব সময় খাড়া করে রাখে, চোখ ফ্যাকাসে হয়ে যায় বা লোম রুক্ষ-শুষ্ক হয়ে যায়, তাহলে বুঝতে হবে খরগোশটি অসুস্থ। এক্ষেত্রে দ্রুত চিকিৎসার প্রয়োজন।
advertisement
advertisement
advertisement