সঙ্কটজনক জয়ললিতা, আরোগ্য কামনা রাষ্ট্রপতি-সহ গোটা দেশের
Last Updated:
রবিবার বিকেল ৫টা নাগাদ হৃদরোগে আক্রান্ত হন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী জয়ললিতা ৷ এই খবর ছড়িয়ে পড়তেই চেন্নাইয়ের অ্যাপোলো হাসপাতালের সামনে ভিড় জমতে শুরু করেছে তার সমর্থকদের ৷
রবিবার বিকেল ৫টা নাগাদ হৃদরোগে আক্রান্ত হন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী জয়ললিতা ৷ এই খবর ছড়িয়ে পড়তেই চেন্নাইয়ের অ্যাপোলো হাসপাতালের সামনে ভিড় জমতে শুরু করেছে তার সমর্থকদের ৷ তার আরোগ্য কামনায় প্রার্থনা করছে গোটা দেশ ৷ রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়, এম করুনাণিধি, কংগ্রেস সহ-সভাপতি রাহুল গান্ধি, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীরা তাঁর শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং দ্রুত আরোগ্য কামনা করেছেন ৷
advertisement
advertisement
আম্মার চির রাজনৈতিক শত্রু এম করুনাণিধিও তার আরোগ্য কামনা করেছেন ৷ বিরোধী নেতা স্টালিন জানিয়েছে, ‘আমি কামনা করি মুখামন্ত্রী দ্রুত সুস্থ হয়ে উঠুক ৷’ অন্যদিকে কেন্দ্রীয় মন্ত্রী ভেনকাইয়া নাইডু ট্যুইটে জানিয়েছেন, ‘তামিলনাড়ুর মুখ্যমন্ত্রীর শারীরিক অবস্থা শঙ্কটজনক জানতে পেরে অত্যন্ত দুঃখিত ৷ উনি যাতে শীঘ্রই সুস্থ হয়ে উঠে তারই প্রার্থনা করি ৷’
advertisement
advertisement
রবিবার বিকেল ৫টা নাগাদ হৃদরোগে আক্রান্ত হন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী জয়ললিতা ৷ চেন্নাইয়ের বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে আম্মাকে ৷ কার্ডিওলজিস্ট, পালমোনোলজিস্ট ও ক্রিটিক্যাল কেয়ার ইউনিট বিশেষজ্ঞদের নিয়ে একটি মেডিকেল টিম তৈরি করা হয়েছে। পর্যবেক্ষণে রাখা হয়েছে তাঁকে ৷ আপাতত এআইএডিএমকে নেত্রীর অবস্থা অত্যন্ত সঙ্কটজনক, জানিয়েছেন চিকিত্সকরা। লন্ডন থেকে ডাঃ রিচার্ড বেলির পরামর্শে চলছে চিকিৎসা, জানাল হাসপাতাল কর্তৃপক্ষ ৷
advertisement