এটিএমে নেই টাকা, এখানে উড়ছে হাজার হাজার টাকার নোট !

Last Updated:
নোট বাতিলের জেরে নগদ টাকা নিয়ে ভুগছে গোটা দেশের মানুষ ৷ নোট না থাকায় এটিমএম ও ব্যাঙ্কের সামনে লম্বা লাইন ৷ একদিকে মোদি সরকার যেমন ক্যাশলেস লেনদেনের কথা বলছেন,
1/3
নোট বাতিলের জেরে নগদ টাকা নিয়ে ভুগছে গোটা দেশের মানুষ ৷ নোট না থাকায় এটিমএম ও ব্যাঙ্কের সামনে লম্বা লাইন ৷ একদিকে মোদি সরকার যেমন ক্যাশলেস লেনদেনের কথা বলছেন, তখনই উত্তর প্রদেশের মির্জাপুরের বিয়ে বাড়িতে উড়ল প্রচুর নগদ টাকা !
নোট বাতিলের জেরে নগদ টাকা নিয়ে ভুগছে গোটা দেশের মানুষ ৷ নোট না থাকায় এটিমএম ও ব্যাঙ্কের সামনে লম্বা লাইন ৷ একদিকে মোদি সরকার যেমন ক্যাশলেস লেনদেনের কথা বলছেন, তখনই উত্তর প্রদেশের মির্জাপুরের বিয়ে বাড়িতে উড়ল প্রচুর নগদ টাকা !
advertisement
2/3
বাজারে ক্যাশ নেই ৷ দেশের মানুষ হন্যে হয়ে ঘুরছে টাকার জন্য ৷ অন্যদিকে উত্তর প্রদেশের মির্জাপুর গ্রামে বিয়ে বাড়িতে নর্তকীর সামনে উড়ছে প্রচুর টাকা ৷
বাজারে ক্যাশ নেই ৷ দেশের মানুষ হন্যে হয়ে ঘুরছে টাকার জন্য ৷ অন্যদিকে উত্তর প্রদেশের মির্জাপুর গ্রামে বিয়ে বাড়িতে নর্তকীর সামনে উড়ছে প্রচুর টাকা ৷
advertisement
3/3
তবে শুধুই নতর্কির দিকে নয়, বিয়ে বাড়িতে বর আসার সময়, বরের দিকেও ওড়ানো হল প্রচুর ক্যাশ ৷ গোটা দেশে যখন নোচ বাতিলের সমস্যায়, নগদ টাকার জন্য মানুষের ভোগান্তি, সেখানে এরকম টাকা ওড়ানো কতটা যুক্তিযুক্ত? মির্জাপুরে মানুষ মনে করছেন, এটাই এই শহরের নিয়ম ৷ বিয়ে হলে টাকা উড়বেই !
তবে শুধুই নতর্কির দিকে নয়, বিয়ে বাড়িতে বর আসার সময়, বরের দিকেও ওড়ানো হল প্রচুর ক্যাশ ৷ গোটা দেশে যখন নোচ বাতিলের সমস্যায়, নগদ টাকার জন্য মানুষের ভোগান্তি, সেখানে এরকম টাকা ওড়ানো কতটা যুক্তিযুক্ত? মির্জাপুরে মানুষ মনে করছেন, এটাই এই শহরের নিয়ম ৷ বিয়ে হলে টাকা উড়বেই !
advertisement
advertisement
advertisement