বৃহস্পিতবারই ধুমধাম করে হয়ে গিয়েছে বাঙালি মতে বিপাশার প্রি-বিয়ের পুজো ৷ আর শুক্রবার মুম্বইে জমজমাট বিপাশার মেহেন্দি সেরিমনি ৷ আবির রঙের লহেঙ্গাতে, ফুলের মুকুট মাথায় পরে বিপাশার রূপ তাক লাগিয়েছে গোটা বি-টাউনকে ৷
2/ 6
সাদা পাঠানি স্যুটে করণ সিং গ্রোভার আর গোলাপি লহেঙ্গায় বিপাশা ৷ একেবারে পারফেক্ট জুটি ৷ তাই তো মজা করে ছবি তুললেন দু’জনেই ৷
3/ 6
গ্রুফিতেও আছেন খোশমেজাজে ৷
4/ 6
মেহেন্দি সেরিমনে হাজির ছিলেন শিল্পা শেট্টি, সমিতা শেট্টি, রকি এস ৷ বিপাশার লহেঙ্গাটা ডিজাইন করেছেন রকি এস নিজে হাতেই ৷
5/ 6
মাথায় ফুলের মুকুট ৷ পরনে গোলাপি লহেঙ্গা ৷ বলিউড ডিভা বিপাশার মেহেন্দি জমজমাট ৷
6/ 6
উৎসবে হাজির ছিলেন করণ সিং গ্রোভারের বন্ধু-বান্ধবও ৷
বৃহস্পিতবারই ধুমধাম করে হয়ে গিয়েছে বাঙালি মতে বিপাশার প্রি-বিয়ের পুজো ৷ আর শুক্রবার মুম্বইে জমজমাট বিপাশার মেহেন্দি সেরিমনি ৷ আবির রঙের লহেঙ্গাতে, ফুলের মুকুট মাথায় পরে বিপাশার রূপ তাক লাগিয়েছে গোটা বি-টাউনকে ৷