advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
মহাকাশ স্টেশনে নানা অভিজ্ঞতা হয়েছে কেলিদের। তাঁদের পাঠানো ছবি লাল গ্রহ সম্পর্কে কৌতূহল বাড়িয়ে তুলেছে। কেলিদের অভিজ্ঞতা মঙ্গল অভিযানের ক্ষেত্রে নাসার একটি বড় পদক্ষেপ বলে মনে করছেন জ্যোতির্বিজ্ঞানীরা। মঙ্গল ও মহাকাশ স্টেশনের পরিবেশ আলাদা হলেও পৃথিবীর মাধ্যাকর্ষণ থেকে ২৩ কোটি কিলোমিটার দূরে ছিলেন কেলি। সেখানে পেশিতে টান ধরা, হাড় ক্ষয়, ক্ষীণ দৃষ্টিশক্তি, অনিদ্রার মতো শারীরিক সমস্যার মুখে পড়েছেন নভশ্চররা। মঙ্গল মনুষ্যবাসের কতটা উপযুক্ত, তার আঁচ পাওয়া যাবে কেলিদের শারীরিক পরীক্ষার মাধ্যমে। স্কট কেলির যমজ ভাইয়ের নাম মার্ক। এক বছর মহাশূন্যে থাকার ফলে দুই ভাইয়ের চেহারায় কতটা পার্থক্য হল, তা নিয়েও রয়েছে কৌতূহল।