পুট্টিঙ্গল মন্দিরই প্রথম নয়, ধর্মস্থানে এর আগেও ঘটেছে দুর্ঘটনা
Last Updated:
রবিবার ভোর ৩টে নাগাদ ভয়াবহ অগ্নিকাণ্ডের কবলে পড়ে কেরলের পারাভুরের পুট্টিঙ্গল মন্দির ৷ অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা ১০৬ জন ৷ আহতের সংখ্যা কমপক্ষে ৩৮৩ ৷ ঘটনাস্থলে দমকল পৌঁছে আগুন নিয়ন্ত্রনে আনে, চলছে উদ্ধারের কাজ ৷ তবে শুধু কেরলের পুট্টিঙ্গল মন্দিরই নয়। পূণ্যস্থানে গিয়ে বেঘোরে ভক্তদের মৃত্যুর ঘটনা আগেও ঘটেছে। যার বেশিরভাগই মাত্রাতিরিক্ত ভিড়ের কারণে পদপিষ্ট হয়ে মানুষের মৃত্যু। আর কিছু ক্ষেতে দায়ি সন্ত্রাসবাদ। পূণ্যভূমির মাটিকে রক্তে ভিজিয়েছে নাশকতাও। দাউদাউ জ্বলছে বারুদ। আর তাতে ঝলসে মৃত্যু শতাধিক মানুষের। কেরলের পুট্টিঙ্গল মন্দিরের ঘটনা প্রথম নয়। এর আগেও পূণ্যস্থানে বেঘোরে প্রাণ গেছে ভক্তদের। যার বেশিরভাগই অতিরিক্ত ভিড়ে পদপিষ্ট হওয়ার ঘটনা। শুধু পদপিষ্ট হয়ে বা দুর্ঘটনায় মৃত্যুই নয়। পূণ্যস্থানে সন্ত্রাসি হানার ঘটনাও ঘটেছে। রক্ত ঝরেছে। মৃত্যু হয়েছে বহু ভক্তের।
রবিবার ভোর ৩টে নাগাদ ভয়াবহ অগ্নিকাণ্ডের কবলে পড়ে কেরলের পারাভুরের পুট্টিঙ্গল মন্দির ৷ অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা ১০৬ জন ৷ আহতের সংখ্যা কমপক্ষে ৩৮৩ ৷ ঘটনাস্থলে দমকল পৌঁছে আগুন নিয়ন্ত্রনে আনে, চলছে উদ্ধারের কাজ ৷ তবে শুধু কেরলের পুট্টিঙ্গল মন্দিরই নয়। পূণ্যস্থানে গিয়ে বেঘোরে ভক্তদের মৃত্যুর ঘটনা আগেও ঘটেছে। যার বেশিরভাগই মাত্রাতিরিক্ত ভিড়ের কারণে পদপিষ্ট হয়ে মানুষের মৃত্যু। আর কিছু ক্ষেতে দায়ি সন্ত্রাসবাদ। পূণ্যভূমির মাটিকে রক্তে ভিজিয়েছে নাশকতাও। দাউদাউ জ্বলছে বারুদ। আর তাতে ঝলসে মৃত্যু শতাধিক মানুষের। কেরলের পুট্টিঙ্গল মন্দিরের ঘটনা প্রথম নয়। এর আগেও পূণ্যস্থানে বেঘোরে প্রাণ গেছে ভক্তদের। যার বেশিরভাগই অতিরিক্ত ভিড়ে পদপিষ্ট হওয়ার ঘটনা। শুধু পদপিষ্ট হয়ে বা দুর্ঘটনায় মৃত্যুই নয়। পূণ্যস্থানে সন্ত্রাসি হানার ঘটনাও ঘটেছে। রক্ত ঝরেছে। মৃত্যু হয়েছে বহু ভক্তের।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement