মিটিং চলাকালীন পালটানো যাবে লিপস্টিকের রঙ বা চুলের ধরন, নতুন ফিচার আনছে Zoom
- Published by:Ananya Chakraborty
- news18 bangla
Last Updated:
স্টুডিও এফেক্টস নামের এই ফিচারে বিউটিফিকেশন করা যাবে বলে জানিয়েছে সংস্থা
করোনার জেরে ওয়ার্ক ফ্রম হোমের কারণে আজ প্রত্যেকের ফোনেই প্রায় রাজ করছে Zoom App। শুধু চাকরিজীবী নয়, স্কুলপড়ুয়া থেকে কলেজপড়ুয়া সকলেরই ফোনে এই অ্যাপ রয়েছে। এই ভিডিও কলিং অ্যাপ ছাড়া বর্তমানে মাল্টি কলের সুবিধা সে ভাবে আর কোথাও পাওয়া যায় না। তাই দূরে বসে বিয়ে সারা থেকে অফিসের মিটিং- সবই চলছে এই অ্যাপে। বর্তমানে যথেষ্ট জনপ্রিয় এই Zoom App-ই এবার নতুন ফিচার আনতে চলেছে। স্টুডিও এফেক্টস নামের এই ফিচারে বিউটিফিকেশন করা যাবে বলে জানিয়েছে সংস্থা।
advertisement
advertisement
কোথায় পাওয়া যাবে এই ফিচার? Zoom App-এ গিয়ে ভিডিও সেটিং খুললে সেখানে ব্যাকগ্রাউন্ড অ্যান্ড ফিল্টার্সের অপশন আসবে। সেখানে নিচের ডানদিকে স্টুডিও এফেক্টস (বেটা) অপশনটি আসবে এবং সেটি বেছে নিতে হবে। সেখানেই পছন্দ মতো একাধিক অপশন পাওয়া যাবে। পালটানো যাবে চুলের রং। পালটানো যাবে ভ্রুর রং বা ভ্রুর আকার। প্রয়োজনে লিপস্টিক শেডও পরিবর্তন করা যাবে।
advertisement
এর আগে এই সংস্থা আরও বেশ কিছু নতুন ফিচার এই অ্যাপে অ্যাড করেছিল। ব্যবসা সংক্রান্ত মিটিং বা অন্যান্য বেশ কয়েকটি ক্ষেত্রে তা প্রযোজ্য ছিল। গত সপ্তাহে Zoom Room নিয়েও একটি ঘোষণা করেছিল সংস্থা। Zoom বা Zoom Communication Inc. চিনা-আমেরিকান ধনকুবের এরিক ইউয়ান প্রতিষ্ঠা করেন। তিনি বর্তমানে আমেরিকার নাগরিকত্ব নিয়েছেন। এই সংস্থার সদর দফতরও ক্যালিফোর্নিয়ায়। বর্তমানে কয়েক কোটি মানুষ এই অ্যাপটি ব্যবহার করেন নানা কাজে।
advertisement
অ্যাপটি জনপ্রিয়তার পাওয়ার সঙ্গে সঙ্গে লকডাউনের শুরুতে এপ্রিল মাস নাগাদ এই অ্যাপের তথ্য সুরক্ষা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে। অনেকেই তথ্য পাচারের অভিযোগ তোলে। ডার্ক ওয়েবে ব্যবহারকারীদের তথ্য এই সংস্থা পাচার করছে বলে অভিযোগ ওঠে। যেহেতু একাধিক সরকারি মাধ্য়ম ও সংস্থা এই অ্যাপেই শুরুতে কাজ করা শুরু করে তাই এই নিয়ে Zoom কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করে কেন্দ্রীয় সরকার। যার পরে প্রতিরক্ষা ও অর্থ দপ্তরের কর্মীদের এই অ্যাপ ব্যবহারের ক্ষেত্রে সতর্কতা বজায় রাখতে বলা হয়।