Xiaomi-র ফোন ব্যবহার করেন? সাবধান! এই কাজ না করলেই নিমেষে খালি হবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট, সতর্ক করল সরকার!

Last Updated:
CERT-In সাবধান করে জানাচ্ছে যে, ফোন, টিভি এবং এমনকী ল্যাপটপের মতো Xiaomi ডিভাইসগুলি ক্ষতির মুখে পড়তে পারে।
1/6
চলতি সপ্তাহে ভারত সরকারের তরফে Xiaomi ফোন ব্যবহারকারীদের জন্য জারি করা হল একটি গুরুতর নিরাপত্তাজনিত সতর্কতা। আসলে এই মোবাইল ব্র্যান্ডটি ভিন্ন ভিন্ন প্রাইস রেঞ্জের প্রোডাক্ট অফার করে। যার ফলে হ্যাকারদের মধ্যে জনপ্রিয় হয়ে উঠেছে এই ব্র্যান্ডটি। আর আপাতত মনে করা হচ্ছে যে, নতুন সমস্যাটির জেরে সহজেই এটিকে নিশানা করছে হ্যাকাররা।
চলতি সপ্তাহে ভারত সরকারের তরফে Xiaomi ফোন ব্যবহারকারীদের জন্য জারি করা হল একটি গুরুতর নিরাপত্তাজনিত সতর্কতা। আসলে এই মোবাইল ব্র্যান্ডটি ভিন্ন ভিন্ন প্রাইস রেঞ্জের প্রোডাক্ট অফার করে। যার ফলে হ্যাকারদের মধ্যে জনপ্রিয় হয়ে উঠেছে এই ব্র্যান্ডটি। আর আপাতত মনে করা হচ্ছে যে, নতুন সমস্যাটির জেরে সহজেই এটিকে নিশানা করছে হ্যাকাররা।
advertisement
2/6
আসলে এই সিকিউরিটি রিস্কটি Mi Connect Service অ্যাপের সঙ্গে জড়িত। Indian Computer Emergency Response Team বা CERT-In সাবধান করে জানাচ্ছে যে, ফোন, টিভি এবং এমনকী ল্যাপটপের মতো Xiaomi ডিভাইসগুলি ক্ষতির মুখে পড়তে পারে।
আসলে এই সিকিউরিটি রিস্কটি Mi Connect Service অ্যাপের সঙ্গে জড়িত। Indian Computer Emergency Response Team বা CERT-In সাবধান করে জানাচ্ছে যে, ফোন, টিভি এবং এমনকী ল্যাপটপের মতো Xiaomi ডিভাইসগুলি ক্ষতির মুখে পড়তে পারে।
advertisement
3/6
Xiaomi App-এর নিরাপত্তাজনিত সমস্যা: যা যা জেনে রাখা উচিত? গত ১ জুলাই, ২০২৫ তারিখে CERT-In একটি বুলেটিন জারি করেছে। যা এসেছে ক্রিটিক্যাল সিভিয়ারিটি রেটিংয়ের সঙ্গে। সেই সঙ্গে তাতে জানানো হয়েছে যে, এই সমস্যাটি লক্ষ লক্ষ ব্যবহারকারীকে বিপদের মুখে ফেলে দিতে পারে। ওই বুলেটিনে বলা হয়েছে যে, Xiaomi Mi Connect Service App-এ একটি বিপদের আভাস পাওয়া গিয়েছে। যার মাধ্যমে আক্রমণকারীরা ব্যবহারকারীর ডিভাইসে আনঅথোরাইজড অ্যাক্সেস পাবে এবং টার্গেটেড সিস্টেমে সুরক্ষা বিধিনিষেধ অতিক্রমও করে যাবে।
Xiaomi App-এর নিরাপত্তাজনিত সমস্যা: যা যা জেনে রাখা উচিত? গত ১ জুলাই, ২০২৫ তারিখে CERT-In একটি বুলেটিন জারি করেছে। যা এসেছে ক্রিটিক্যাল সিভিয়ারিটি রেটিংয়ের সঙ্গে। সেই সঙ্গে তাতে জানানো হয়েছে যে, এই সমস্যাটি লক্ষ লক্ষ ব্যবহারকারীকে বিপদের মুখে ফেলে দিতে পারে। ওই বুলেটিনে বলা হয়েছে যে, Xiaomi Mi Connect Service App-এ একটি বিপদের আভাস পাওয়া গিয়েছে। যার মাধ্যমে আক্রমণকারীরা ব্যবহারকারীর ডিভাইসে আনঅথোরাইজড অ্যাক্সেস পাবে এবং টার্গেটেড সিস্টেমে সুরক্ষা বিধিনিষেধ অতিক্রমও করে যাবে।
advertisement
4/6
এই ঝুঁকির ব্যাখ্যা করে নিরাপত্তা সংস্থা আরও জানিয়েছে যে, অতিক্রম করা যায়, ভেরিফিকেশন লজিকে এমন ত্রুটির কারণে Xiaomi Mi Connect Service APP-এ একটি আনঅথোরাইজড অ্যাক্সেস ভালনারেবিলিটি রয়েছে। সমস্ত Xiaomi ডিভাইস, যেখানে Mi Connect অ্যাপ থাকে, সেগুলির নিরাপত্তার ক্ষেত্রে এটি একটি বড়সড় প্রশ্নচিহ্ন তুলে দিয়েছে।
এই ঝুঁকির ব্যাখ্যা করে নিরাপত্তা সংস্থা আরও জানিয়েছে যে, অতিক্রম করা যায়, ভেরিফিকেশন লজিকে এমন ত্রুটির কারণে Xiaomi Mi Connect Service APP-এ একটি আনঅথোরাইজড অ্যাক্সেস ভালনারেবিলিটি রয়েছে। সমস্ত Xiaomi ডিভাইস, যেখানে Mi Connect অ্যাপ থাকে, সেগুলির নিরাপত্তার ক্ষেত্রে এটি একটি বড়সড় প্রশ্নচিহ্ন তুলে দিয়েছে।
advertisement
5/6
Xiaomi Mi Connect App সিকিউরিটি রিস্ক: ব্যবহারকারীদের কী করা উচিত? প্রথম যে কাজটা করণীয়, সেটা হল - নিজের Xiaomi ফোন, ট্যাবলেট অথবা টিভি চেক করে নেওয়া। দেখে নিতে হবে যে, নিজের Xiaomi ডিভাইসে Mi Connect অ্যাপ 3.1.895.10 অথবা তার আগের ভার্সন রয়েছে কি না। যদি ব্যবহারকারীর ডিভাইসে এই ধরনের ভার্সন থেকে থাকে, তাহলে লেটেস্ট ভার্সনে আপডেট করতে হবে। আর লেটেস্ট ভার্সন নিজেদের অ্যাপ সেটিংসের মাধ্যমে প্রদান করছে Xiaomi।
Xiaomi Mi Connect App সিকিউরিটি রিস্ক: ব্যবহারকারীদের কী করা উচিত? প্রথম যে কাজটা করণীয়, সেটা হল - নিজের Xiaomi ফোন, ট্যাবলেট অথবা টিভি চেক করে নেওয়া। দেখে নিতে হবে যে, নিজের Xiaomi ডিভাইসে Mi Connect অ্যাপ 3.1.895.10 অথবা তার আগের ভার্সন রয়েছে কি না। যদি ব্যবহারকারীর ডিভাইসে এই ধরনের ভার্সন থেকে থাকে, তাহলে লেটেস্ট ভার্সনে আপডেট করতে হবে। আর লেটেস্ট ভার্সন নিজেদের অ্যাপ সেটিংসের মাধ্যমে প্রদান করছে Xiaomi।
advertisement
6/6
তবে বুলেটিনে এটা বলা হয়নি যে, ভারতে কোনও Xiaomi ব্যবহারকারী এই সমস্যার দ্বারা ক্ষতিগ্রস্ত হয়েছেন কি না! তবে এটা বলা যেতে পারে যে, সমস্ত Mi ব্যবহারকারীদের Mi Connect অ্যাপের জন্য সর্বশেষ উপলব্ধ আপডেটটি গ্রহণ করা উচিত। প্রসঙ্গত চিনকে নিজেদের সবথেকে বড় মার্কেট হিসেবে দেখছে Xiaomi। চলতি সপ্তাহেই সেখানে তারা তাদের লেটেস্ট ইলেকট্রিক এসইউভি বাজারে এনেছে। সেই সঙ্গে নতুন ফোন এবং অন্যান্য ডিভাইসও লঞ্চ করেছে তারা। যেগুলি খুব শীঘ্রই গ্লোবাল মার্কেটে পাওয়া যাবে।
তবে বুলেটিনে এটা বলা হয়নি যে, ভারতে কোনও Xiaomi ব্যবহারকারী এই সমস্যার দ্বারা ক্ষতিগ্রস্ত হয়েছেন কি না! তবে এটা বলা যেতে পারে যে, সমস্ত Mi ব্যবহারকারীদের Mi Connect অ্যাপের জন্য সর্বশেষ উপলব্ধ আপডেটটি গ্রহণ করা উচিত। প্রসঙ্গত চিনকে নিজেদের সবথেকে বড় মার্কেট হিসেবে দেখছে Xiaomi। চলতি সপ্তাহেই সেখানে তারা তাদের লেটেস্ট ইলেকট্রিক এসইউভি বাজারে এনেছে। সেই সঙ্গে নতুন ফোন এবং অন্যান্য ডিভাইসও লঞ্চ করেছে তারা। যেগুলি খুব শীঘ্রই গ্লোবাল মার্কেটে পাওয়া যাবে।
advertisement
advertisement
advertisement