প্লাস্টিকের ১২টি বোতল দিয়ে তৈরি Xiaomi-র নতুন ‘মেড ইন ইন্ডিয়া’ টি-শার্ট, জেনে নিন দাম কত
- Published by:Ananya Chakraborty
- news18 bangla
Last Updated:
Mi Eco-Active T-Shirt টি তৈরি করা হয়েছে রিসাইক্লিং (পূণর্ব্যবহার) মেটিরিয়াল দিয়ে ৷
ভারতে একের পর এক প্রোডাক্ট লঞ্চ করেই চলেছে Xiaomi। এবার কোনও স্মার্টফোন বা ইলেকট্রনিক গ্যাজেট নয় নতুন টি-শার্ট লঞ্চ করল কোম্পানি। Mi Eco-Active T-Shirt টি তৈরি করা হয়েছে রিসাইক্লিং (পূণর্ব্যবহার) মেটেরিয়াল দিয়ে। আরও জানা গিয়েছে যে এই টি-শার্টটি ১২টি পুনর্ব্যবহারযোগ্য পিইটি প্লাস্টিকের বোতল থেকে তৈরি, যা দেশের বিচিন্ন অঞ্চল থেকে জড়ো করে নিয়ে আসা হয়েছিল।
advertisement
advertisement
advertisement
advertisement