

ভারতে একের পর এক প্রডাক্ট লঞ্চ করেই চলেছে Xiaomi। এবার কোনও স্মার্টফোন বা ইলেকট্রনিক গ্যাজেট নয়, নতুন টি-শার্ট লঞ্চ করল কোম্পানি। Mi Eco-Active T-Shirt টি তৈরি করা হয়েছে রিসাইক্লিং (পূণর্ব্যবহার) মেটেরিয়াল দিয়ে। আরও জানা গিয়েছে যে এই টি-শার্টটি ১২টি পুনর্ব্যবহারযোগ্য পিইটি প্লাস্টিকের বোতল থেকে তৈরি, যা দেশের বিভিন্ন অঞ্চল থেকে জড়ো করে নিয়ে আসা হয়েছিল।


এই জাতীয় উপাদান ব্যবহার করে তৈরি হওয়া সত্ত্বেও, এটি একটি হালকা ওজনের কাপড় যা ঘাম শুষে নিতে পারে এবং ত্বককেও অনুকূল করে তোলে। এটি একটি মেড ইন ইন্ডিয়া প্রডাক্ট। উল্লেখযোগ্য, এই টি-শার্টগুলিকে আবার পুনর্ব্যবহার করা যাবে।


Mi.in-এ দেওয়া তথ্য অনুযায়ী টি-শার্টের মেটিরিয়াল পলিয়েস্টারের ৷ এও বলা হয়েছে যে এই টি-শার্টটিকে হ্যান্ড ওয়াশ/মেশিন ওয়াশ দুটোই করা যাবে। এছাড়াও আও বলা হয়েছে যে এই টি-শার্টটিকে যেন একই রঙের কাপড়ের সঙ্গে কাচা হয়। টি শার্টের উপরে যে প্রিন্ট রয়েছে, সেটিকে ইস্ত্রি করতে বারন করা হয়েছে।


এটি শাওমির ক্রাউডফান্ডিং প্ল্যাটফর্মে বিক্রয়ের জন্য উপলব্ধ। Mi Eco-Active T-Shirt -টির দাম ৯৯৯ টাকা।