অন্য দিকে আবার ফোন নির্মাতারা ধীরে ধীরে ফোনের বাক্স থেকে চার্জার সরিয়ে ফেলছে। এখন অনেক নতুন ফোনের বক্সের মধ্যেই ফোনের সঙ্গে আর চার্জার পাওয়া যায় না। তাই গ্রাহকদের সেই ফোনের জন্য আলাদা চার্জার ক্রয় করতে হয়। কারণ ফোন চার্জ না দিলে কাজ করা যাবে না। দিনের প্রায় সবসময় ফোন চালানোর জন্য ওয়্যারলেস চার্জার খুবই কাজের।